সুজানগরে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন

সুজানগর (পাবনা) প্রতিনিধি : সারা বিশ্বের ন্যায় পাবনা জেলার সুজানগর উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত বিশ্ব শিক্ষক দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হয়েছে। এই উপলক্ষে উপজেলা চত্বরে এক বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালি শেষে উপজেলা পরিষদ হল রুমে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জনাব মোঃ সোলায়মান হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার মীর রাশেদুজ্জামান রাশেদ। আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ। আলোচনা সভায় উপস্থিত ছিলেন একাডেমিকসুপারভাইজার মনোয়ার হোসেন, শহীদ দুলাল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় সাবেক সিনিয়র শিক্ষক জনাব মোঃ রওশন আলীসহ বিভিন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও সহকারী শিক্ষকবৃন্দ। অনুষ্ঠানটি সঞ্চালনা ছিলেন সুজানগর মহিলা ডিগ্রী কলেজের প্রভাষক জহুর আহমেদ নিক্সন।

আরও পড়ুনঃ   পুলিশ কোন অপরাধীদের ছাড় দিবে না: ডিআইজি