নাটোরে শিশু ধর্ষণের চেষ্টা, আসামির ১০ বছরের আটকাদেশ

নাটোর প্রতিনিধি : নাটোরে সাত বছর বয়সী একটি কন্যাশিশুকে ধর্ষণের চেষ্টা করায় মো. আব্দুর রহমান (২৫) নামে এক যুবককে ১০ বছরের আটকাদেশ দিয়েছেন আদালত।

রোববার (২৯ সেপ্টেম্বর) দুপুরে নাটোরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) মুহাম্মদ আব্দুর রহিম এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত আব্দুর রহমান নাটোর সদর উপজেলার লক্ষিপুর খোলাবাড়িয়া টলটলিয়া পাড়ার আবু বক্কর সিদ্দিকের ছেলে।

আরও পড়ুনঃ   নগরীতে ৩ বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

আদালতের স্পেশাল পিপি অ্যাডভোকেট আনিছুর রহমান মামলার বরাত দিয়ে বলেন, ২০১৫ সালের ২১ ফেব্রুয়ারি বিকেল সাড়ে ৫টার দিকে লক্ষ্মীপুর খোলাবাড়িয়া বাজারে মুদি দোকান থেকে ডেকে নিয়ে ওই শিশুকে ধর্ষণের চেষ্টা করেন আব্দুর রহমান। এঘটনায় শিশুটি অসুস্থ হয়ে পড়ে। পরে তার স্বজনদের ঘটনাটি জানালে শিশুটিকে নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়। এঘটনায় শিশুটির দাদা নুরুন্নবী বাদী হয়ে আব্দুর রহমান ও মাসুমকে আসামি করে নাটোর সদর থানায় একটি মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর পুলিশ মামলাটি তদন্ত করে আব্দুর রহমানকে অভিযুক্ত করে গ্রেপ্তার করে কারাগারে পাঠান। দীর্ঘ ৯ বছর মামলার সাক্ষ্য প্রমাণ শেষে এই রায় ঘোষণা করেন আদালতের বিচারক।

আরও পড়ুনঃ   একসঙ্গে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হলেন বাবা-মা ও ছেলে

আনিছুর রহমান আরও বলেন, আসামি আব্দুর রহমানের বয়স বর্তমানে ২৫ বছর হলেও ঘটনার সময় তার বয়স ছিল ১৭ বছর। সে বিবেচনায় রায় হয়েছে।