আরএমপি ট্রাফিক বিভাগের সাথে পুলিশ কমিশনারের মতবিনিময় সভা

স্টাফ রিপোর্টার : রাজশাহী মহানগরীতে ট্রাফিক শৃঙ্খলা ফিরিয়ে জনগণের ভোগান্তি কমাতে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) ট্রাফিক বিভাগের সাথে মতবিনিময় করেছেন আরএমপি’র পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান মহোদয়।

শনিবার (২৮ সেপ্টেম্বর) আরএমপি সদর দপ্তর কনফারেন্স রুমে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়। এসময় কমিশনার বলেন, ট্রাফিক বিভাগে কর্মরত সবাইকে তৎপর থেকে নিজ নিজ দায়িত্ব পালন করতে হবে। ট্রাফিক বিভাগ হলো পুলিশের দর্পণ। ট্রাফিক শৃঙ্খলা ফিরিয়ে জনগণের ভোগান্তি কমাতে ট্রাফিক পুলিশের ভূমিকা অনন্য।

আরও পড়ুনঃ   রাজশাহীতে থানায় কর্মরত অবস্থায় পুলিশের এএসআইয়ের মৃত্যু

তিনি আরো বলেন, কেউ যেন হয়রানির স্বীকার না হয়। সর্বসাধারণের প্রতি উত্তম আচরণ, ট্রাফিক নিয়ন্ত্রণ ও আইনের যথাযথ প্রয়োগ করতে হবে। সড়কের শৃঙ্খলা রক্ষা ও যানজট নিরসনে নিষ্ঠা, দক্ষতা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করে জনগণের আস্থা অর্জনে অগ্রণী ভূমিকা রাখার জন্য কমিশনার মহোদয় ট্রাফিক বিভাগের সকলের প্রতি আহ্বান জানান।

আরও পড়ুনঃ   রাজশাহীতে অংশীজনের সাথে স্বাস্থ্যখাত সংস্কার কমিশনের মতবিনিময় সভা

সভায় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্) মোহাম্মদ হেমায়েতুল ইসলাম, উপ-পুলিশ কমিশনার (সদর) মো: সাইফউদ্দীন শাহীন, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) মো: নূর আলম সিদ্দিকী-সহ আরএমপি’র ট্রাফিক বিভাগের ইন্সপেক্টর ও সার্জেন্টবৃন্দ।