চাঁপাইনবাবগঞ্জে কোটি টাকার হেরোইন উদ্ধার, আটক হয়নি কেও

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জে কোটি টাকার হেরোইন উদ্ধার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়নের সদস্যরা। সোমবার (১৬ সেপ্টেম্বর) দিবাগত রাতে সদর উপজেরার ডালিমবাড়িয়া এলাকায় এই হেরোইন উদ্ধার করে র‌্যাব-৫। তবে এ ঘটনায় কাওকে আটক করতে পারেনি র‌্যাব। মঙ্গলবার সকালে র‌্যাবের মিডিয়া উইং থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তীতে এসব তথ্য জানানো হয়।

আরও পড়ুনঃ   নাটোরে যাত্রীবাহী বাসে ডাকাতি, ২ নারীকে শ্লীলতাহানির অভিযোগ

র‌্যাব জানায়, মাদকের একটি বড় চালান চাঁপাইনবাবগঞ্জ শহরে প্রবেশের গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-৫ রাজশাহীর সিপিসি-১ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল সোমবার রাত ১০টায় জেলার সদর উপজেলার ডালিমবাড়ীয়া এলাকার আফতাব উদ্দিনের আম বাগানের ভিতর অভিযান পরিচালনা করে। এ সময় মাদক কারবারীরা র‌্যাবের উপস্থিতি টের পেয়ে তাদের হেফাজতে থাকা একটি ব্যাগ ফেলে দৌড়ে পালিয়ে যায়। পরে ফেলে যাওয়া ব্যাগের ভেতর থেকে ১ কোটি ১ লক্ষ টাকা মূল্যের ১ কেজি ১০ গ্রাম নিষিদ্ধ মাদক হেরোইন উদ্ধার করতে সক্ষম হয় র‌্যাব।

আরও পড়ুনঃ   সাবেক বিমান ও পর্যটন মন্ত্রী লে. কর্নেল (অব.) ফারুক খান গ্রেপ্তার

উদ্ধারকৃত আলামত সমূহ নবাবগঞ্জ সদর মডেল থানায় জিডি মূলে হস্তান্তর করা হয়েছে বলে জানান ক্যাম্প কমান্ডার।