আরডিএ’র ম্যাজিষ্ট্রেটকে বিদায় সংবর্ধনা দিলেন কর্মচারিরা

স্টাফ রিপোর্টার : রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের (আরডিএ) এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট সঞ্জয় কুমার মহন্ত বদলী করা হয়েছে। আরডিএ’র এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট থেকে পদন্নোতি পেয়ে টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রশাসক হিসাবে তিনি বদলী হয়েছেন।

মঙ্গলবার ছিল সঞ্জয় কুমার মহন্তর শেষ কর্মদিবস। শেষ কর্মদিবসে আরডিএ’র কর্মচারিরা তাকে বিদায় সংবর্ধনা ও ফুল দিয়ে শুভেচ্ছা প্রদান করেন। একই সাথে তাঁর দীর্ঘায়ু কামনা করেন কর্মচারিরা।

আরও পড়ুনঃ   নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেফতার ১২ ও মাদকদ্রব্য উদ্ধার

এসময় কর্মচারিদের মধ্যে উপস্থিত ছিলেন, আশরাফুল ইসলাম, আমিনুল ইসলাম, বিপ্লব, শামিম, কামরুজ্জামান, নাইম, মাসুদ, কামরু, শিবলাল, সত্যনারায়ন, ইমরান হোসেনসহ পর্যায়ের কর্মচারিবৃন্দ। পরে বিকেলে আরডিএ’র কর্মকর্তারা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়ে বিদায় জানান।