গুরুতর জখম মমতা বন্দ্যোপাধ্যায়, হাসপাতালে ভর্তি

অনলাইন ডেস্ক : বাড়ির চত্বরে হাঁটার সময় পড়ে গিয়ে গুরুতর জখম হলেন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাকে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

হাসপাতাল সূত্রে খবর, তার কপালে সেলাই করা হবে। তৃণমূলের এক্স হ্যান্ডল (সাবেক টুইটার) থেকে মমতার কপাল ফেটে যাওয়ার ছবি প্রকাশ্যে আনা হয়েছে।

আরও পড়ুনঃ   নগর পুলিশের অভিযানে জাল টাকা উদ্ধার: গ্রেপ্তার ১

তৃণমূল সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (১৪ মার্চ) কালীঘাটের বাসভবন চত্বরে হাঁটছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এ সময় হঠাৎ পড়ে যান তিনি। সামনের দিকে ঝুঁকে পড়ে যাওয়ায় কপালে চোট পান। গলগল করে রক্ত বেরোতে থাকে। সঙ্গে সঙ্গে তাকে এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকরা দেখেই কপালে সেলাই করতে হবে বলে জানিয়েছেন।

আরও পড়ুনঃ   আল কায়দার শীর্ষে নেতৃত্বে এখন ওসামার পুত্র হামজা

হাসপাতাল সূত্রে খবর, মমতার ক্ষত বেশ গভীর। সিটি স্ক্যান করানো হবে। একটি মেডিক্যাল বোর্ডও গঠন করা হচ্ছে। চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন মুখ্যমন্ত্রী। তার দ্রুত আরোগ্য কামনা করে টুইট করেছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।