ধীরে ধীরে উন্নত হচ্ছে পুলিশের ইমেজ: স্বরাষ্ট্র উপদেষ্টা

অনলাইন ডেস্ক: স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, পুলিশের ইমেজ ধীরে ধীরে উন্নত হচ্ছে। একদিনে সব ঠিক হবে না, সময়ের সঙ্গে সঙ্গে ঠিক হবে। সময় দিতে হবে। বুধবার (৪ সেপ্টেম্বর) সচিবালয়ে এক সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

আরও পড়ুনঃ   অপরাধীদের আইনের আওতায় আনতে হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, পুলিশের ইমেজ কিন্তু আস্তে-আস্তে উন্নত হচ্ছে। আমার কাছে এ রকম কোনো কিছু নাই যে, আমি একদিনে সব উন্নতি করে ফেলব। আমি তো একদিনে পারবো না, সময় দিতে হবে। আমি ব্যবস্থা নিচ্ছি।

আরও পড়ুনঃ   স্বাস্থ্য পরীক্ষায় রাষ্ট্রপতি আগামীকাল লন্ডন যাচ্ছেন

গত ১৬ আগস্ট অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টার পদ থেকে ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেনকে সরিয়ে নতুন স্বরাষ্ট্র উপদেষ্টা করা হয়েছে লে. জে. (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরীকে। এম সাখাওয়াত হোসেনকে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উপদেষ্টা করা হয়েছে।