আবরার ফাহাদের পরিবারকে ১০ কোটি টাকা ক্ষতিপূরণ দিতে রুল

অনলাইন ডেস্ক: বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদের পরিবারকে কেন ১০ কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

আজ মঙ্গলবার সুপ্রিম কোর্টের আইনজীবী শাহিন আলমের করা এক রিট আবেদনের শুনানি হয়। শুনানি শেষে বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি মুহাম্মদ মাহবুব উল ইসলামের হাইকোর্ট ডিভিশন বেঞ্চ রুলসহ অন্তর্বর্তী আদেশ দেন।

আরও পড়ুনঃ   হাসিনার পদত্যাগ ইস্যুতে রাষ্ট্রপতি মিথ্যাচার করেছেন: আসিফ নজরুল

ভারতের সমালোচনা করে ফেসবুকে পোস্ট দেওয়ার জের ধরে ২০১৯ সালে বুয়েট ছাত্রলীগের নেতা-কর্মীরা আবরারকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করেন।

এ বিষয়ে একটি তদন্ত কমিশন গঠনের জন্য মন্ত্রিপরিষদ বিভাগকেও নির্দেশ দিয়েছেন আদালত।

আদালতে আবেদনটি করেন অ্যাডভোকেট মাহবুব মোর্শেদ, রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল রেদওয়ান আহমেদ রাজীব।

আরও পড়ুনঃ   সহিংসতায় নিহতদের স্মরণে মঙ্গলবার রাষ্ট্রীয় শোক

বুয়েটের শিক্ষার্থীরা ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ শেরেবাংলা হলের প্রথম তলার সিঁড়িতে আবরারের (২২) প্রাণহীন দেহ পড়ে থাকতে দেখে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যান। চিকিৎসকেরা ৭ অক্টোবর (২০১৯) সকাল সাড়ে ৬টার দিকে তাঁকে মৃত ঘোষণা করেন।