সাভারে শেখ হাসিনা ও ওবায়দুল কাদেরসহ ১২৬ জনের নামে হত্যা মামলা

অনলাইন ডেস্ক : সাভারে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে শিক্ষার্থী আব্দুল আহাদ সৈকত নিহতের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১২৬ জনের নামে হত্যা মামলা দায়ের হয়েছে।

বৃহস্পতিবার রাতে সাভার মডেল থানায় মামলাটি দায়ের করেন নিহত সৈকতের পিতা নজরুল ইসলাম।

আরও পড়ুনঃ   মানি লন্ডারিং অপরাধ নিয়ন্ত্রণে কার্যকরী ব্যবস্থা গ্রহণ করতে হবে- স্বরাষ্ট্র উপদেষ্টা

মামলায় শেখ হাসিনাসহ সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক প্রতিমন্ত্রী এ আরাফাতা, ডা. এনামুর রহমানসহ ১২৬ জনকে আসামী করা হয়েছে।

মামলা সূত্রে জানা গেছে, গত ৫ আগস্ট সন্ধ্যায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে উল্লেখিত আসামীদের হুকুমে ও এলোপাতাড়ি গুলিতে সৈকত মারা যান।
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আতিকুর রহমান জানান, মামলা দায়ের হয়েছে। আসামীদের গ্রেফতারে অভিযান চলবে।-বাসস