বিটিভির মহাপরিচালক ওএসডি, জিএম পদে পরিবর্তন

অনলাইন ডেস্ক: বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) মহাপরিচালক মো. জাহাঙ্গীর আলমকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে। ১৮ আগস্ট এক আদেশে তাঁকে বিটিভি থেকে সরিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়। বর্তমানে বিটিভির মহাপরিচালকের দায়িত্বে কেউ নেই।

জানতে চাইলে মো. জাহাঙ্গীর আলম আজ বুধবার জানান, তিনি বর্তমানে ছুটিতে আছেন। এরপর জনপ্রশাসন মন্ত্রণালয়ে যোগ দেবেন। আগামী নভেম্বর থেকে তাঁর অবসরকালীন ছুটিতে যাওয়ার কথা রয়েছে।

আরও পড়ুনঃ   ঐতিহাসিক মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা নিবেদন প্রধানমন্ত্রীর

২০২৩ সালের ৫ জুন তৎকালীন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব থাকা অবস্থায় বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন মো. জাহাঙ্গীর আলম। তিনি বিসিএস প্রশাসন ক্যাডারের ১১তম ব্যাচের কর্মকর্তা।

এদিকে গতকাল মঙ্গলবার বিটিভির ঢাকা কেন্দ্রের জেনারেল ম্যানেজার (জিএম) পদেও পরিবর্তন আনা হয়েছে। এই পদে চলতি দায়িত্বে ছিলেন মাহফুজা আক্তার। তাঁকে তাঁর আগের পদ কন্ট্রোলার প্রোগ্রাম ম্যানেজারে পদায়ন করা হয়েছে। চলতি দায়িত্বে নতুন জিএম হয়েছেন নূরুল আজম। তিনি বিটিভির ঢাকা কেন্দ্রের বার্তা সম্পাদক ছিলেন।

আরও পড়ুনঃ   বিটিভি’র ধ্বংসাত্মক ভবন পরিদর্শনে প্রধানমন্ত্রী

আজ তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের ওয়েবসাইটে এ–সংক্রান্ত একটি প্রজ্ঞাপন প্রকাশ করা হয়েছে।