দেশের সব থানায় পুরোদমে কার্যক্রম শুরু: পুলিশ সদর দপ্তর

অনলাইন ডেস্ক: দেশের সব থানায় পুরোদমে কার্যক্রম শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার পুলিশ সদর দপ্তরের এক হোয়াটসঅ্যাপ বার্তায় এ তথ্য জানানো হয়।

পুলিশ সদর দপ্তরের বার্তায় বলা হয়, দেশে মোট থানার সংখ্যা ৬৩৯। সব কটি থানাতেই পুরোদমে কার্যক্রম শুরু হয়েছে। এর মধ্যে সব মহানগরের (মেট্রোপলিটন) আওতাধীন থানা ১১০টি। আর জেলা পর্যায়ের থানা ৫২৯টি।

আরও পড়ুনঃ   শনিবার বান্দরবান যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী

এ ছাড়া রেলওয়ে পুলিশের ২৪টি থানার সব কটিতে পুরোদমে কার্যক্রম শুরু হয়েছে বলে জানায় পুলিশ সদর দপ্তর।

ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর ৫ আগস্ট বিকেল থেকে রাজধানীর বিভিন্ন থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। পুড়িয়ে দেওয়া হয় থানা-পুলিশের কাজে ব্যবহৃত গাড়ি। অনেক জায়গায় অস্ত্রসহ বিভিন্ন সরঞ্জাম ও নথি লুট হয়। দেশের অন্যান্য এলাকাতেও পুলিশি কার্যক্রম বন্ধ হয়ে যায়। পুলিশ সদস্যরা থানায় আসতে সাহস পাননি। পরে পুলিশের বিভিন্ন স্থাপনা পাহারা দেওয়ার জন্য আনসার সদস্য মোতায়েন করা হয়।

আরও পড়ুনঃ   প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সেনাবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

পরে ধীরে ধীরে থানায় পুলিশি কার্যক্রম শুরু হয়। থানার নিরাপত্তায় সেনাসদস্য মোতায়েন করা হয়। এখন সব থানায় পুরোদমে কার্যক্রম শুরু হলো।