পুলিশের পোশাক-লোগো পরিবর্তনে কমিটি, প্রতিবেদন ৭ দিনের মধ্যে

অনলাইন ডেস্ক : বাংলাদেশ পুলিশের পোশাক ও লোগো পরিবর্তনের বিষয়ে ১০ সদস্যের একটি কমিটি গঠন করেছে পুলিশ সদরদপ্তর। কমিটিকে সাত কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

মঙ্গলবার (১৩ আগস্ট) এ কমিটি গঠন করা হয় বলে  নিশ্চিত করেন পুলিশ সদরদপ্তরের জনসংযোগ বিভাগের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা কামরুল আহসান।

আরও পড়ুনঃ   কাঠমিস্ত্রিকে গুলি করে হত্যা, শেখ হাসিনাসহ ১৩ জনের বিরুদ্ধে মামলা

তিনি বলেন, ইউনিফর্ম ও লোগো পরিবর্তনে উদ্যোগের অংশ হিসেবে একটি কমিটি গঠন করা হয়েছে।