নগরীতে পুলিশের অভিযানে ফেন্সিডিল উদ্ধার: গ্রেপ্তার ১

স্টাফ রিপোর্টার : রাজশাহী মহানগরীর মতিহার থানার সাতবাড়িয়া এলাকায় অভিযান পরিচালনা করে ৩০ বোতল ফেন্সিডিলসহ একজনকে গ্রেপ্তার করেছে আরএমপি’র মতিহার থানা পুলিশ।

গ্রেপ্তারকৃত আসামি মো: হাবিবুর (৩০) রাজশাহী মহানগরীর মতিহার থানার সাতবাড়িয়া এলাকার মো: রবকুলের ছেলে।

ঘটনা সূত্রে জানা যায়, আজ ১৮ জুলাই ২০২৪ সকালে আরএমপি’র মতিহার বিভাগের উপ-পুলিশ কমিশনার মধুসুদন রায়ের সার্বিক তত্ত্বাবধানে মতিহার থানা পুলিশের একটি টিম মতিহার থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার ও অভিযান ডিউটি করছিলো। এসময় তাঁরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন মতিহার থানার সাতবাড়িয়া এলাকায় এক ব্যক্তি ফেন্সিডিল বিক্রয়ের জন্য অবস্থান করছে।

আরও পড়ুনঃ   নগরীতে পুলিশের অভিযানে ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার: গ্রেপ্তার ২

উক্ত সংবাদের পরিপ্রেক্ষিতে মতিহার থানার অফিসার ইনচার্জ শেখ মো: মোবারক পারভেজের দিকনির্দেশনায় এসআই সুনিরাম মুরমু ও তাঁর টিম সকাল সোয়া ৭ টায় মতিহার থানার সাতবাড়িয়া এলাকায় অভিযান পরিচালনা করে আসামি মো: হাবিবুরকে গ্রেপ্তার করে। এসময় তার কাছ থেকে ৩০ বোতল ফেন্সিডিল উদ্ধার হয়।

আরও পড়ুনঃ   নগরীতে হাইকোর্টের আদেশ অমান্য করে ভবন নির্মান

গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে আরএমপি’র মতিহার থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।