গুরুদাসপুরে মাটির ঘরে মিলল ৫০টি সাপ

স্টাফ রিপোর্টার : নাটোরের গুরুদাসপুরে মাটির একটি ঘর থেকে একসঙ্গে ৫০টি বিষধর সাপ পাওয়া গেছে। তবে সাপগুলো উদ্ধারের পর পিটিয়ে মেরে ফেলেছেন স্থানীয়রা।

বুধবার (৩ জুলাই) সকালে গুরুদাসপুর উপজেলার মশিন্দা ইউনিয়নের শিকারপাড়া গ্রামের আব্দুল মতিনের মাটির ঘর থেকে সাপগুলো বের করে মারা হয়।

আরও পড়ুনঃ   নিয়ামতপুরে ভিজিএফ চাল বিতরণ কর্মসূচির উদ্বোধন

বাড়ির মালিক কৃষক আব্দুল মতিন জানান, দীর্ঘদিন ধরে তিনি স্ত্রী-সন্তান নিয়ে মাটির ঘরে বসবাস করে আসছেন। বুধবার সকালে দরজার পাশে একটি সাপের বাচ্চা দেখতে পান তিনি। এরপর সাপটিকে মারতে গেলে গর্তের ভেতরে চলে যায়। পরে প্রতিবেশীদের জানালে কয়েকজন যুবকের সহযোগিতায় লোহার সাবল দিয়ে গর্ত খুঁড়ে ছোট-বড় আর বাচ্চা মিলে ৫০টি বিষধর সাপ ধরা হয়।

আরও পড়ুনঃ   স্বস্তির বৃষ্টিতে আমনের বীজতলায় ব্যস্ত কৃষক

তবে সাপগুলো বিষধর হওয়ায় স্থানীয়রা সাপগুলোকে পিটিয়ে মেরে ফেলেছেন। এ ঘটনায় পুরো এলাকা জুড়ে ছড়িয়ে পড়েছে সাপ আতঙ্ক।

মশিন্দা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আব্দুল বারী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।