স্টাফ রিপোর্টার : রাজশাহীর বাঘা উপজেলায় পুলিশের পৃথক অভিযানে ৪ জনকে গ্রেফতার করা হয়েছে। এদের মধ্যে ইয়াবাসহ ২ জন, গাঁজাসহ ২ জনকে গ্রেফতার করা হয়েছে। অভিযুক্ত আসামিদের কাছ থেকে ২০০ গ্রাম গাঁজা ও ২৪ পিস ইয়াবা উদ্ধার হয়।
গ্রেফতার কৃতরা হলেন- বাঘা থানার মীরগঞ্জ এলাকার তানভীর আলম ওরফে সাফিন(১৯) পিত -মো: সারোয়ার আলম ও রাকিব হোসাইন (২২) পিতা-মো: আব্দুল হাকিম উভয় সাং-লালপুর (রামকৃষ্ণপুর), থানা- লালপুর, জেলা- নাটোর।
আড়ানি এলাকার মানিক ফকির (৪৯) পিতা -মৃত আজাহার ফকির বিজয় আলী (২২) পিতা -মৃত ইমান শাহ, উভয় সাং-শাহাপুর, থানা-বাঘা, জেলা- রাজশাহী।
আ. ফ. ম. আছাদুজ্জামান বলেন, গ্রেফতারদের মাদক নিয়ন্ত্রণ আইনে মামলায় আদালতে মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।