নগরীতে বিশেষ অভিযানে ৩ জনসহ গ্রেপ্তার ১৯

স্টাফ রিপোর্টার : রাজশাহী নগরীতে বিশেষ অভিযানে ৩ জনসহ রাজশাহী মেট্রোপলিটন পুলিশ থানা ও ডিবি পুলিশের অভিযানে মোট ১৯ জন গ্রেপ্তার হয়েছে।

গত ২৪ ঘণ্টায় নগরীর বিভিন্ন স্থানে বিশেষ অভিযান চালিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, বিস্ফোরণ ঘটানো, সন্ত্রাসী কর্মকাণ্ড ও অন্যান্য অপরাধের অভিযোগে ৩ জন গ্রেপ্তার হয়েছে। এছাড়াও আরএমপির অভিযানে ১৬ জন গ্রেপ্তার হয়েছে। যার মধ্যে ওয়ারেন্টভুক্ত ৮ জন, মাদক মামলায় ৪ জন ও অন্যান্য মামলায় ৪ জন।

আরও পড়ুনঃ   পুলিশের পৃথক দুটি অভিযানে ১০২ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার: ৩

বিশেষ অভিযানে গ্রেপ্তারকৃত আওয়ামীলীগ কর্মী মো: মোস্তফা গোলাম (৪০), মো: সেলিম পারভেজ (৪৫) ও সাব্বির হোসেন ওরফে মো: সাব্বির আহমেদ (২৯)। মোস্তফা গোলাম রাজশাহী নগরীর শাহমখদুম থানার উত্তর নওদাপাড়ার মৃত জান মোহাম্মদের ছেলে, সেলিম একই থানার মহলদারপাড়ার আব্দুল মমিনের ছেলে এবং সাব্বির কর্ণহার থানার বিলনেপালপাড়ার মো: সেরাজুল ইসলামের ছেলে।

আরও পড়ুনঃ   পাওনা টাকা চাওয়ায় মধ্যরাতে প্রথমে দোকানে আগুন ও পরে দোকানিকে কুপিয়ে হত্যা

গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।-খবর বিজ্ঞপ্তি