বাঘায় বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

মোহা. আসলাম আলী, বাঘা: রাজশাহীর বাঘায় বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের দ্বি-বার্ষিক সম্মেলন-২০২৫/২৬ অনুষ্ঠিত হয়।

শুক্রবার (২৩ মে-২৫) বিকেল সাড়ে ৪ টায় ইসলামী একাডেমি উচ্চ বিদ্যালয় এ্যান্ড কৃষি ও কারিগরি কলেজ হলরুমে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন বাঘা উপজেলা শাখা এর আয়োজন করেন।
ফেডারেশনের রাজশাহী জেলা সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় কার্যকরি পরিষদ সদস্য ও বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন রাজশাহী জেলা সভাপতি অধ্যাপক কামরুজ্জামান।

সভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী জেলা জামায়াতে সহকারী সেক্রেটারী ও রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনের সাংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ নাজমুল হক।

আরও পড়ুনঃ   রাসিক মেয়রের সাথে বাঘা উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যানের সৌজন্য সাক্ষাৎ

এসময় বিশেষ অতিথি ছিলেন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডানেশনের রাজশাহী জেলা সহ-সভাপতি অধ্যাপক মুহাম্মাদ জামিলুর রহমান, জামায়াতের ইউনিট সদস্য ও বাঘা উপজেলা সাবেক চেয়ারম্যান মাওঃ মোঃ জিন্নাত আলী, ফেডারেশনের উপদেষ্টা ও উপজেলা জামায়াতের আমীর আব্দুল্লাহ্ আল-মামুন নূহু, বাঘা ফাজিল মাদ্রাসার অব:সর প্রাপ্ত অধ্যাপক ও নায়েবে আমির মাও: আব্দুল লতিফ, উপজেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক সাইফুল ইসলাম, ফেডারেশনের বাঘা উপজেলা শাখার উপদেষ্টা অধ্যাপক সাবদার হোসেন, উপজেলা জামায়াতের সেক্রেটারী ইউনুস আলী, আবহ সাহিত্য ও সাংস্কৃতিক সংসদের পরিচালক বিশিষ্ট সুরকার ও সংগীত শিল্পী শোয়েব আলী, অধ্যক্ষ আব্দুল হামিদ,শফিকুল ইসলাম প্রমুখ।

সম্মেলনে বক্তারা বলেন, মিস কাত শরীফের-২৯৮৭ নম্বর হাদিসে রাসুলে করিম (সাঃ) বলেছেন, তোমরা শ্রমিকের শরীরের ঘাম শুকানোর পুর্বই তার পারিশ্রমিক দিয়ে দাও। শ্রমজীবি মানুষের অধিকার প্রতিষ্ঠা ইসলামী শ্রমনীতি অনিবার্য। তারা আরও বলেন, বাংলাদেশে ইসলামী শাসন ব্যবস্থা চালু হলে শ্রমিকদের সন্তানদের বিনামূল্যে শিক্ষার অধিকার নিশ্চিত করা, শ্রমিকদের জন্য মানসম্মত আবাসনের ব্যবস্থা, শ্রমিকদের অধিকার নিশ্চিত করা সম্ভব হবে। ফলে ইসলামী শ্রমনীতির বিকল্প নেই। আমাদেরকে অবশ্যই এদেশে ইসলামী শ্রমনীতি বাস্তবায়ন করতে সকলকে ঐক্যবদ্ধ হয়ে শ্রমিকদের অধিকার ফিরে না পাওয়া পর্যন্ত আমাদের সংগ্রাম চালিয়ে যেতে হবে। লড়াই সংগ্রামের মধ্য দিয়ে শ্রমিকের অধিকার প্রতিষ্ঠা করা সম্ভব।

আরও পড়ুনঃ   গোদাগাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী শীতার্তদের মধ্যে শীতবস্ত্র বিতরণ

অনুষ্ঠান সঞ্চালনা করেন ফেডারেশনের বাঘা উপজেলা শাখা সভাপতি ইঞ্জিনিয়ার রেজাউল করিম।