বনি-কৌশানীর প্রেমময় বালি ভ্রমণ

অনলাইন ডেস্ক : ওপার বাংলার জনপ্রিয় তারকা জুটি বনি সেনগুপ্ত ও কৌশানী মুখার্জি বর্তমানে ইন্দোনেশিয়ার বালিতে ছুটি কাটাচ্ছেন। চারিদিকে মেঘলা আকাশ আর নীল সমুদ্রের মাঝে তাদের রোমান্টিক মুহূর্তের ছবি ইতোমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।

একগুচ্ছ ছবি পোস্ট করে কৌশানী ক্যাপশনে লিখেছেন, ‘যখন তুমি নিজেকে গুরুত্ব দাও, তখন সেটাই সেরা হয়।’ দেখে মনে হচ্ছে যেন মেঘের ভেলায় ভাসছেন এই তারকা জুটি, অথবা সমুদ্রের তীরে বসে একান্ত সময় কাটাচ্ছেন।

আরও পড়ুনঃ   ক্যান্সারের যন্ত্রণা ভুলে মালদ্বীপে হিনা খান

গত ১৭ মে কৌশানীর জন্মদিন ছিল, আর এই বিশেষ দিনটি উদ্‌যাপন করেই তারা বালিতে ঘুরতে যাওয়ার পরিকল্পনা করেন। নায়িকা নিজেই বারংবার জন্মদিন পালন করতে ভালোবাসেন এবং এবারের জন্মদিনটিও ছিল তার ব্যতিক্রম নয়।

আরও পড়ুনঃ   ‘আমি নায়ক হলে ঘনিষ্ঠ হতে প্রিয়াঙ্কার সমস্যা হতো না’

দুর্গাপূজার মতোই জন্মদিনকে ঘিরে তার আয়োজন শুরু হয় আগের দিন থেকে। সেই রেশ যেন এখনো রয়ে গেছে সম্প্রতি বনির ‘কিলবিল সোসাইটি’ সিনেমার প্রিমিয়ারে কৌশানীর অনুপস্থিতি তাদের সম্পর্ক ভাঙার গুঞ্জন তৈরি করেছিল।

তবে বালির ছবিগুলো সেই সব গুঞ্জনকে মিথ্যা প্রমাণ করে দিয়েছে। ছবিতে হাতে হাত রেখে ক্যামেরাবন্দী হয়েছেন বনি ও কৌশানী।