বাগমারায় গ্রাম আদালত বিষয়ক সপ্তাহব্যাপি প্রশিক্ষন শুরু

হেলাল উদ্দীন, বাগমারা : বাগমারায় গ্রাম আদালত বিষয়ক সপ্তাহব্যাপি প্রশিক্ষন কর্মশালা গতকাল বুধবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে শুরু হয়েছে। ভিডিও কলের মাধ্যমে এই প্রশিক্ষন কর্মশালার উদ্বোধন করেন পরিচালক স্থানীয় সরকার রাজশাহী (ডিএলজি) পারভেজ রায়হান। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মাহবুবুল ইসলাম, সহকারি কমিশনার(ভুমি) মেহেদী হাসান, বেসরকারি উন্নয়ন সংস্থা ইকো স্যোলাল ডেভেলপমেন্ট অরগানাইজেশন (ইএসডিও) সমন্ময়কারী নারায়ন চন্দ্র অধিকারী, রবিউল করিম।

আরও পড়ুনঃ   দুর্গাপুরে ভুল চিকিৎসায় প্রসূতি ও নবজাতকের মৃত্যু, হাসপাতাল ঘেরাও

সপ্তাহব্যাপি এই প্রশিক্ষন কর্মশালায় বাগমারার ১৬ টি ইউনিয়েন মোট ১৯২ জন ইউপি সদস্য অংশ গ্রহন করবেন। মোট চারটি গ্রুপে এই প্রশিক্ষন অনুষ্ঠিত হবে। ২১ মে ২০২৫ থেকে ২২মে ২০২৫ পর্যন্ত দুইট ব্যাচে ৪৮ জন, ২৩ মে২০২৫ হতে ২৪মে ২০২৫ পর্যন্ত দুইটি ব্যাচে ৪৮ জন, ২৫মে ২০২৫ হতে ২৬ মে ২০২৫ পর্যন্ত দুইটি ব্যাচে ৪৮ জন এবং ২৭ মে ২০২৫ হতে ২৮ মে ২০২৫ পর্যন্ত দুইটি ব্যাচে ৪৮ জন ইউপি সদস্য প্রশিক্ষনে অংশ নিবেন।

আরও পড়ুনঃ   নগরীতে দুই অপহরণকারী গ্রেপ্তার, অপহৃত ব্যক্তি উদ্ধার

গ্রাম আদালতকে শক্তিশালিকরন, জবাবদিহীতা নিশ্চিত করন, গ্রামআদালতের সেবা সাধারন মানুষের দোড়গৌড়ায় পৌছে দেওয়া সহ গ্রাম আদালত গঠনের সার্বিক দিক নির্দেশনা, সকল দ্বন্দ্ব নিরসনে কার্যকরি ভুমিকা রাখার কৌশল বিষয়ে প্রশিক্ষন প্রদান করা হয়।