পদ্মা সেতু দক্ষিণে রাজশাহীর আশিকুর ভুয়া র‍্যাব পরিচয়ে প্রতারণায় গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার : পদ্মা সেতু দক্ষিণ এলাকায় র‍্যাব সদস্য সেজে প্রতারণার চেষ্টাকালে এক যুবককে আটক করেছে হাইওয়ে পুলিশ। তার কাছ থেকে একটি খেলনা পিস্তল, ওয়াকি-টকি ও ভুয়া আইডি কার্ড উদ্ধার করা হয়েছে।

বুধবার (২১ মে) সকালে ঢাকা-ভাঙ্গা মহাসড়কের পাচ্চর মোল্লা বাজার সংলগ্ন আন্ডারপাসের কাছে এ ঘটনা ঘটে। আটক ব্যক্তির নাম মো. আশিকুর রহমান (৩২)। তিনি রাজশাহীর তানোর থানার মালশিরা গ্রামের বাসিন্দা। বর্তমানে তিনি পদ্মা সেতু দক্ষিণ থানার হেফাজতে রয়েছেন।

পুলিশ সূত্রে জানা যায়, শিবচর হাইওয়ে পুলিশের নিয়মিত চেকপোস্টে একটি মাইক্রোবাস থামানোর নির্দেশ দিলে গাড়ি থেকে নেমে এক ব্যক্তি নিজেকে র‍্যাব সদস্য পরিচয় দেন। কোমরে পিস্তল ও হাতে ওয়াকি-টকি থাকা অবস্থায় তিনি দাবি করেন, গাড়িতে এক আসামি রয়েছে এবং তিনি র‍্যাবের দায়িত্বে আছেন। তিনি একটি র‍্যাবের পরিচয়পত্রও প্রদর্শন করেন।

আরও পড়ুনঃ   নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৯ ও মাদকদ্রব্য উদ্ধার

তবে তার কথাবার্তা ও আচরণে সন্দেহ হলে পুলিশ সদস্যরা পরিচয়পত্র যাচাই শুরু করেন। প্রাথমিকভাবে সেটি ভুয়া মনে হওয়ায় পুলিশ তাকে আটক করতে গেলে মাইক্রোবাসে থাকা অন্য পাঁচজন দ্রুত গাড়ি নিয়ে পালিয়ে যায়। পরে ওই ভুয়া র‍্যাব সদস্যকে ঘটনাস্থলেই আটক করা হয়।

জিজ্ঞাসাবাদে আশিকুর রহমান স্বীকার করেন, তিনি আগে সেনাবাহিনীতে কর্মরত ছিলেন, তবে বর্তমানে বরখাস্ত হয়েছেন এবং এখন আর কোনো সরকারি বা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য নন।

আরও পড়ুনঃ   সরকারি কনডমের সরবরাহ বন্ধ, মার্কেটে দাম বেড়েছে দ্বিগুণ

পুলিশ জানায়, পালিয়ে যাওয়া মাইক্রোবাসে ছিলেন জুয়েল (৩৮), ড্রাইভার রাসেল (৪০), হাসান (২৮), জাহাঙ্গীর (৩৫) ও রফিকুল (২৮)। ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে একটি ধাতব খেলনা পিস্তল, একটি ওয়াকি-টকি, দুটি ভুয়া আইডি কার্ড, একটি ঘড়ি, একটি মোবাইল ফোন এবং নগদ ৫ হাজার টাকা।

পদ্মা সেতু দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নকিব আকরাম হোসেন জানান, সেনাবাহিনী থেকে বরখাস্ত হওয়া এক ব্যক্তি ভুয়া র‍্যাব পরিচয়ে প্রতারণার চেষ্টা করছিল। পুলিশের সতর্কতায় তিনি ধরা পড়েছেন। তার বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলছে এবং পলাতকদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।