বিরূপ পরিস্থিতির কারণে বড় সিদ্ধান্ত এলো আইপিএলে

অনলাইন ডেস্ক : একের পর এক বিরূপ পরিস্থিতিতে পড়ছে ভারতীয় ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট আইপিএল। চিরপ্রতিদ্বন্দ্বী দেশ পাকিস্তানের সঙ্গে সংঘাতে জড়িয়ে এই প্রতিযোগিতা বন্ধ ছিল এক সপ্তাহ। গত ১৭ মে নতুন করে খেলা মাঠে গড়ানোর পর বাগড়া দিয়েছে বৃষ্টি। বিরূপ আবহাওয়ার কারণে ইতোমধ্যে ফাইনালসহ বেশ কয়েকটি ম্যাচের ভেন্যুও বদলে ফেলা হয়েছে। এবার নতুন করে বাড়ানো হয়েছে ম্যাচের সময়।

আজ (মঙ্গলবার) আইপিএলের লিগপর্বের ম্যাচে মুখোমুখি হবে চেন্নাই সুপার কিংস ও রাজস্থান রয়্যালস। এই ম্যাচসহ আইপিএলের চলমান অস্টাদশ আসরে সবমিলিয়ে বাকি আর ১১টি খেলা। অবশিষ্ট প্রতিটি ম্যাচের জন্যই বৃষ্টির শঙ্কা থেকে ১২০ মিনিট বা দুই ঘণ্টা বাড়তি সময় বরাদ্দ করা হয়েছে। এর আগে শুধুমাত্র প্লে-অফ ম্যাচে ১২০ মিনিট সময় বরাদ্দ থাকত, আর লিগ ম্যাচে ছিল মাত্র ৬০ মিনিট।

ফ্র্যাঞ্চাইজিগুলোর কাছে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বিসিসিআই জানিয়েছে, ‘ম্যাচ প্লেয়িং কন্ডিশন অনুসারে এর আগে লিগের ম্যাচগুলোর ক্ষেত্রে খেলা শুরুতে দেরি হলে সর্বোচ্চ ৬০ মিনিট অতিরিক্ত সময় বরাদ্দ থাকত। প্লে-অফ ম্যাচে এই সময়সীমা ছিল ১২০ মিনিট। বর্তমান আবহাওয়া পরিস্থিতি ও পরিবর্তিত সূচির প্রেক্ষিতে আইপিএল গভর্নিং কাউন্সিল সিদ্ধান্ত নিয়েছে যে, ২০ মে ২০২৫ থেকে সব আইপিএল ম্যাচেই (লিগ এবং প্লে-অফ উভয়) ম্যাচ শুরুর জন্য ১২০ মিনিট অতিরিক্ত সময় বরাদ্দ থাকবে।’

আরও পড়ুনঃ   এক সেঞ্চুরিতেই শচীন, বিরাট আর বাবরকে পেছনে ফেললেন গুরবাজ

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ‘মাঝে সংক্ষিপ্ত বিরতির (স্থগিত) কারণে আইপিএলের ফাইনাল নির্ধারিত হয়েছে ৩ জুন। আগাম বর্ষা শুরু এবং দীর্ঘায়িত আইপিএল মৌসুমের কারণে বেশ কিছু ম্যাচ বৃষ্টিতে ভেসে যাওয়ার ঝুঁকি রয়েছে। সেই কারণেই ম্যাচের প্লেয়িং কন্ডিশনের নিয়মে পরিবর্তন আনা হয়েছে।’ শুধুমাত্র ২০২৫ আইপিএলের জন্য নীতিমালার সময়সংক্রান্ত ধারা ১৩.৭.৩ সংশোধন করা হয়েছে।

এদিকে, প্রতিকূল আবহাওয়া ও বৃষ্টির শঙ্কায় বদলে ফেলা হয়েছে কয়েক ম্যাচের পূর্বনির্ধারিত ভেন্যু। লিগপর্বে আগামী ২৩ মে বেঙ্গালুরুতে স্বাগতিক রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু মুখোমুখি হওয়ার কথা ছিল সানরাইজার্স হায়দরাবাদের। কিন্তু সেটি দক্ষিণ ভারতের লখনৌয় সরিয়ে নেওয়া হয়েছে। ফলে হায়দরাবাদ ও লখনৌ সুপার জায়ান্টসের (২৭ মে) বিপক্ষে নিজেদের শেষ দুটি ম্যাচই বিরাট কোহলির বেঙ্গালুরু ঘরের বাইরে খেলতে হবে। দুটিই হবে লখনৌর একানা স্টেডিয়ামে।

আরও পড়ুনঃ   কঠিন সমীকরণে ভারত, ছুটি বাতিল হতে পারে রোহিতের!

প্লে-অফের চার ম্যাচের ভেন্যুও পুনঃনির্ধারিত হয়েছে। ২৯ মে চণ্ডিগড়ের মুল্লানপুরে হবে প্রথম প্লে-অফ ম্যাচ। পরদিনই একই মাঠে হবে এলিমিনেটর ম্যাচ। এরপর ১ জুন দ্বিতীয় কোয়ালিফায়ার ও আসরের সবচেয়ে আকর্ষণীয় ম্যাচ ফাইনাল (৩ জুন) আয়োজন করবে আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়াম। এর আগের সূচি অনুযায়ী আসরের চূড়ান্ত চারটি ম্যাচই হায়দরাবাদ ও কলকাতায় অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। আগের সূচি থাকলে ফাইনাল হতো ইডেন গার্ডেন্সে।