ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরাইলি হামলায় নিহত ৪৪ : উদ্ধারকারী

অনলাইন ডেস্ক : গাজার বেসামরিক প্রতিরক্ষা সংস্থা জানিয়েছে, যুদ্ধবিধ্বস্ত ফিলিস্তিনি ভূখণ্ডে মঙ্গলবার ইসরাইলি হামলায় ৪৪ জন নিহত হয়েছে।

গাজা সিটি থেকে এএফপি এ তথ্য জানায়।

সংস্থার মুখপাত্র মাহমুদ বাসাল এএফপিকে বলেন, স্থানীয় সময় রাত ১টা থেকে (গ্রিনিচ মান সময় সোমবার ২২০০টায়) গাজা জুড়ে ‘দখলদারদের সংঘটিত নতুন গণহত্যার পর, বেসামরিক প্রতিরক্ষা দলগুলো কমপক্ষে ৪৪ জনের মৃতদেহ হাসপাতালে স্থানান্তর করেছে। নিহতদের বেশিরভাগই নারী ও শিশু। ওই হামলায় বেশ কিছু সংখ্যক আহত হয়েছে।