নিয়ামতপুরে প্রাথমিক বিদ্যালয়ে ল্যাপটপ ও মাল্টিমিডিয়া প্রজেক্টর বিতরণ

সবুজ সরকার, নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর নিয়ামতপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণি পাঠদান আরো আকর্ষণীয় করার লক্ষ্যে বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাঝে ল্যাপটপ ও মাল্টিমিডিয়া প্রজেক্টর বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (২০ মে) প্রাথমিক শিক্ষক সমিতি মিলনায়তনে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস এ অনুষ্ঠানের আয়োজন করে।

আরও পড়ুনঃ   রাবির তিন হলের প্রাধ্যক্ষ ও আবাসিক শিক্ষকদের পদত্যাগ

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রধান শিক্ষকদের হাতে ল্যাপটপ ও মাল্টিমিডিয়া প্রজেক্টর তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুর্শিদা খাতুন। সভাপতিত্ব করেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা তরিকুল ইসলাম। সঞ্চালনা করেন সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা আব্দুল হান্নান।
অনুষ্ঠানে প্রাথমিক বিদ্যালয়ের জন্য ৩৭টি ল্যাপটপ ও ৯৫ টি মাল্টিমিডিয়া প্রজেক্টর বিতরণ করা হয়।