খালেদা জিয়ার সঙ্গে রাষ্ট্রদূত আনসারীর সাক্ষাৎ

অনলাইন ডেস্ক : বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন মেক্সিকোতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী। দলটির মিডিয়া সেল সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

সূত্র জানায়, মঙ্গলবার (২০ মে) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের বাসভবন ‘ফিরোজা’য় গিয়ে খালেদা জিয়ার সঙ্গে বৈঠকে অংশ নেন মুশফিকুল ফজল।

আরও পড়ুনঃ   মোহনপুরে ঝড়ে ক্ষতিগ্রস্তদের মাঝে টিন, টাকা ও চাল বিতরণ

বৈঠকে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, প্রবাসে দায়িত্ব পালনের অভিজ্ঞতা এবং সমসাময়িক নানা বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলে জানা গেছে।-ইত্তেফাক