ইসরাইলের বন্দরে হামলার হুমকি ইয়েমেন হুথির

অনলাইন ডেস্ক : ইয়েমেনের হুথিরা সোমবার জানিয়েছে, গাজা যুদ্ধে ইসরাইলি ক্রমবর্ধমান আগ্রাসনের প্রতিশোধ ‘নৌ অবরোধের’ অংশ হিসেবে তারা ইসরাইলের হাইফা বন্দরকে লক্ষ্যবস্তু বানানোর পরিকল্পনা ঘোষণা করেছে।

সানা থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

সামরিক মুখপাত্র ইয়েহিয়া সারি বলেন, হুথিরা ‘হাইফা বন্দরের নৌ অবরোধ কার্যকর করার জন্য কাজ শুরু করবে’।

আরও পড়ুনঃ   ইসরায়েলে চলতি সপ্তাহে হামলা করতে পারে ইরান, আশঙ্কা যুক্তরাষ্ট্রের

হুথি মুখপাত্র বলেন, এই বন্দরে উপস্থিত বা অভিমুখী জাহাজ সহ সকল কোম্পানিকে এতদ্বারা অবহিত করা হচ্ছে ‘হাইফা বন্দরসহ অন্যান্য এলাকা অন্তর্ভুক্ত করা হয়েছে।

তিনি আরো বলেন ‘আমাদের জনগণ এবং গাজায় ইসরাইলি বাহিনীর বর্বর আগ্রাসনের প্রতিশোধ হিসেবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। ‘গাজার ওপর আগ্রাসন শেষ হলে এবং অবরোধ তুলে নেওয়ার পরে ইসরাইলের ওপর তাদের আক্রমণ বন্ধ হয়ে যাবে’।

আরও পড়ুনঃ   পাসপোর্ট ছাড়াই যাওয়া যাবে সৌদি আরবে

সোমবারের সকালে, ইসরাইেলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেছিলেন, তার দেশ সমগ্র গাজার ‘নিয়ন্ত্রণ’ নেবে। উদ্ধারকারীরা নতুন তীব্র আক্রমণে কয়েক ডজন নিহতের কথা জানিয়েছেন।