প্রধান উপদেষ্টার ঘোষণা অনুযায়ীই নির্বাচন হবে : রাজশাহীতে ইসি মাছউদ

স্টাফ রিপোর্টার : প্রধান উপদেষ্টার ঘোষণা দেওয়া সময় অনুযায়ী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) আব্দুর রহমানেল মাছউদ। রোববার সন্ধ্যায় রাজশাহী সার্কিট হাউসে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ বলেন, ‘প্রধান উপদেষ্টা যে সময়টা দিয়েছেন নির্বাচনের জন্য- এই বছরের ডিসেম্বর থেকে পরের বছরের জুনের মধ্যে। আমরা আশা করছি যে সেই সময়ের মধ্যেই নির্বাচন হবে।’

আরও পড়ুনঃ   নিউইয়র্ক পুলিশের গুলিতে বাংলাদেশি নিহতের ঘটনা তদন্ত হচ্ছে : পররাষ্ট্রমন্ত্রী

নির্বাচনের প্রস্তুতি শুরু হয়েছে কি না, জানতে চাইলে তিনি বলেন, ‘প্রস্তুতি তো সব সময়ের। আমরা হলাম বাস্তবায়নকারী সংস্থা। কাজেই আমাদের প্রস্তুতি তো সব সময় থাকে।’

পরে সার্কিট হাউসে স্থানীয় প্রশাসন এবং নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন নির্বাচন কমিশনার। সভায় তিনি প্রধান অতিথি হিসেবে যোগ দেন। সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মোহাম্মদ হাবিবুর রহমান।

আরও পড়ুনঃ   রাজশাহীতে নিরাপত্তা কর্মীর ঝুলন্ত লাশ উদ্ধার

সভায় রাজশাহী নগর পুলিশের কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান, জেলা প্রশাসক আফিয়া আখতার, জেলার পুলিশ সুপার ফারজানা ইসলাম, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা দেলোয়ার হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।