পুঠিয়া বিএনপির সাবেক সম্পাদক আল মামুনের বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রকাশের কারনে সংবাদ সম্মেলন

স্টাফ রিপোর্টার, পুঠিয়া (রাজশাহী): পুঠিয়া পৌর সভার সাবেক মেয়র ও উপজেলা পৌসভার সাবেক সাধারণ সম্পাদক আল মামুনের বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রচার করায় সংবাদ সম্মেলন করেছেন তিনি।

আজ রবিবার সকাল সাড়ে ১১টায় তার দলীয় কার্যালয়ে এ সংবাদ সম্মেলনে আল মামুন অভি যোগ করে বলেন, কিছু নিবন্ধন বিহীন অনলাইন প্রত্রিকা আমার বিরুদ্ধে গত ৬ মাস থেকে মিথ্যা ও বানো য়াট সংবাদ প্রচার করে আসছে।
আমি এ ধরনের সংবাদের তিব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

আরও পড়ুনঃ   বাগমারায় জামায়াত ইসলামীর প্রার্থী ঘোষণা করায় আনন্দ মিছিল ও পথসভা

এছাড়াও সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করে বলেন, গত ফ্যা সিস সরকারের আমলে আমি দলে পক্ষে বিভিন্ন আন্দোল ও সংগ্রা মে অংশ গ্রহন করায় আমার বিরুদ্ধে নাশকতাসহ বেশ কয়ে কটি মামলা রয়েছে এছাড়াও একাধিক বার জেল জুলুমের শিকার হয়েছি।

তারুণ্যের অহংকার তারেক জিয়ার নির্দেশে আমি আন্দো লন সংগ্রামে করেছি। বর্তমানে একটি মহল আমার বিরুদ্ধে অপপ্র চার চালিয়ে যাচ্ছে। এসব অপসাংবাদিকতার বিরুদ্ধে আইনী পদক্ষেপের কথা তিনি উল্লেখ করেন।

আরও পড়ুনঃ   শহীদ জননী জাহানারা ইমামের মৃত্যুবার্ষিকী পালিত

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, পৌর বিএনপির আহবায়ক কমিটির সাবেক আহবায়ক আশাদুল হক আসাদ, সাবেক যুগ্ন আহ বায়ক মাজেদুল ইসলাম বাচ্চু, পুঠিয়া পৌর বিএনপির ৮নং ওয়ার্ডে সভাপতি খলিলুর রহমান, ২ নং ওয়ার্ডের সভাপতি হান্নান ও ৪ নং ওয়ার্ডের সভাপতি আব্দুল জব্বার চাঁন্দু।

এছাড়াও সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকগণেরা।