সাবেক এমপি জেবুননেসা আফরোজ ঢাকায় গ্রেপ্তার

অনলাইন ডেস্ক : বরিশাল-৫ আসনের সাবেক সংসদ সদস্য জেবুননেসা আফরোজকে রাজধানী ঢাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১৭ মে) তাকে গ্রেপ্তার ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে।

শনিবার ডিবির যুগ্ম কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও পড়ুনঃ   দেশ বিরোধী চক্র ষড়যন্ত্রে ব্যস্ত, চুপ থাকার সুযোগ নেই: এমপি আসাদ

তিনি বলেন, গুলশান বিভাগে তার বিরুদ্ধে মামলা আছে। আমরা সেখানে তাকে হস্তান্তর করেছি।

২০১৪ সালের ৯ এপ্রিল শওকত হোসেন হিরনের মৃত্যুতে বরিশাল-৫ আসন শূন্য হলে উপনির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে জেবুননেসা অংশ নিয়ে বিজয়ী হন।

আরও পড়ুনঃ   আবরার ফাহাদ স্মরণে ডিগ্রী কলেজ ছাত্রদলের মৌন মিছিল ও স্মরণ সভা

আওয়ামী লীগ সরকারের সময় ১০ম জাতীয় সংসদে জেবুননেসা এমপি হিসেবে দায়িত্ব পালন করেন। তার স্বামী শওকত হোসেন হিরন একই আসন থেকে এর আগে সংসদ সদস্য ছিলেন। হিরন ছিলেন বরিশাল মহনগর আওয়ামী লীগের সভাপতি এবং সাবেক মেয়র।-ইত্তেফাক