মতিঝিলে ভবনে আগুন

অনলাইন ডেস্ক : রাজধানীর মতিঝিলে শাহজালাল ইসলামী ব্যাংকের পাশের একটি ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট।

শনিবার সন্ধ্যা ৬টা ১৭ মিনিটে আগুনের সংবাদ পায় ফায়ার সার্ভিস।

আরও পড়ুনঃ   শাহজাহান খান ৭ দিনের রিমান্ডে

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন জানান, মতিঝিলের একটি ভবনের তৃতীয় তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ভবনটির হোল্ডিং নম্বর ২১। শনিবার সন্ধ্যা ৬টা ১৭ মিনিটে আগুনের খবর পাই আমরা। সিদ্দিক বাজার ফায়ার স্টেশনের চারটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

আরও পড়ুনঃ   সিরাজগঞ্জে ট্রাকচাপায় অটোরিকশার যাত্রী নিহত, আহত ৩

প্রাথমিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি। ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালিয়ে যাচ্ছেন।