বাগমারায় কৃষক সমাবেশ অনুষ্ঠিত

হেলাল উদ্দীন, বাগমারা : রাজশাহীর বাগমারায় বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো কৃষক সমাবেশ। শনিবার ১৭মে, বিকেলে উপজেলার গণিপুর ইউনিয়ন কৃষকদলের উদ্যোগে অত্র ইউনিয়নের চাঁন্দের আড়া সর: প্রাথমিক বিদ্যালয় মাঠে এই কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়।

“কৃষক বাঁচলে বাঁচবে দেশ” এই স্লোগানকে সামনে রেখে কৃষকদের স্বত:ফুর্ত অংশগ্রহণে আজ এই সমাবেশ অনুষ্ঠিত হলো। বিকেল ৩ টা থেকে বিভিন্ন ইউনিট থেকে দলে দলে কৃষকগণ সমাবেশ স্থলে আসা শুরু করেন। অনুষ্ঠান শুরুর আগ মুহূর্তেই অনুষ্ঠানস্থল পরিপূর্ণ হয়ে ওঠে।

এরপর বিকেল ৫ টার দিকে জেলা এবং উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দের উপস্থিতিতে শান্তির প্রতীক পায়রা উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণার মধ্য দিয়ে মূল আলোচনা অনুষ্ঠান শুরু হয়।

আরও পড়ুনঃ   বাগমারায় সড়ক দূর্ঘটনায় শিশুর মৃত্যু

গণিপুর ইউনিয়ন কৃষকদলের সভাপতি আফজাল হোসেনের সভাপতিত্বে সাধারণ সম্পাদক আবু সায়েমের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন , রাজশাহী জেলা কৃষক দলের আহ্বায়ক শফিকুল আলম সমাপ্ত, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা কৃষক দলের সদস্য সচিব আকুল হোসেন মিঠু।গনিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুজ্জামান রঞ্জু।

বক্তারা বলেন, বিএনপি ক্ষমতায় আসলে কৃষকরা তাদের ন্যায্য অধিকার ফিরে পাবেন, ফসলের ন্যায্য মূল্য নিশ্চিত করা হবে, দেশের মানুষ সুখে শান্তিতে বসবাস করতে পারবেন।

উক্ত সভায় উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন, মাহাজুর রহমান আকল, বিএনপি নেতা ও সভাপতি বিএডিসি সার ডিলার, রাজশাহী। জেলা কৃষক দলের যুগ্ম আহবায়ক মেজবাউল হক দুলু।

আরও পড়ুনঃ   নগরীর নিউমার্কেট কাঁচাবাজারে আগুন: পুড়েছে ১২ দোকান

বক্তব্য রাখেন, বাগমারা উপজেলা কৃষক দলের আহবায়ক প্রভাষক আব্দুল জলিল, সাফিক্স প্রি-ক্যাডেট কিন্ডারগার্টেন স্কুলের প্রধান শিক্ষক জাকিরুল ইসলাম, উপজেলা কৃষক দলের যুগ্ম আহবায়ক মাস্টার মোঃ জিল্লুর রহমান, বাগমারা উপজেলা শিক্ষক সমিতির সভাপতি আসাদুল ইসলাম সান্টু, সহকারী অধ্যাপক শামসুল ইসলাম সেন্টু, গনিপুর ইউনিয়ন বিএনপি’র সভাপতি আব্দুল জব্বার খাঁ, সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, গনিপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মাইনুল ইসলাম,

উপস্থিত ছিলেন, কৃষকদল নেতা শাহাজাহান সিরাজ, ইউনিয়ন কৃষক দলের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ, যুবদল উপজেলা শাখার সাবেক সভাপতি শহিদুজ্জামান মুকুলসহ আরও অনেকে।