গাজায় ইসরাইলি হামলায় নিহত অন্তত ২৯

অনলাইন ডেস্ক : যুদ্ধবিধ্বস্ত ফিলিস্তিনি ভূখণ্ডে বুধবার ইসরাইলি হামলায় কমপক্ষে ২৯ জন নিহত ও আরো বেশ কয়েকজন আহত হয়েছেন।

গাজার বেসামরিক প্রতিরক্ষা সংস্থা’র মুখপাত্র মাহমুদ বাসাল এএফপি-কে বলেছেন, ইসরাইলি হামলায় উত্তর গাজার জাবালিয়া এলাকায় ‘কমপক্ষে ২৫ জন শহীদ ও কয়েক ডজন আহত হয়েছেন।’

আরও পড়ুনঃ   কিয়েভে রাশিয়ার জোরালো হামলায় ‘খুশি নন’ ট্রাম্প

তিনি আরো বলেন, গাজার দক্ষিণাঞ্চলীয় খান ইউনিস শহরে বিমান হামলায় আরো চারজন নিহত হয়েছেন।

সংস্থাটির পরিসংখ্যান অনুসারে, গত সোমবার মার্কিন-ইসরাইলি জিম্মি এডান আলেকজান্ডারের মুক্তির সময় বিমান হামলার কিছুক্ষণ বিরতির পর ইসরাইল আবারও খান ইউনিসের একটি হাসপাতালের কাছে হামলা চালায়। ওই হামলায় ২৮ জন নিহত হয়েছে বলে জানায় সংস্থাটি।

আরও পড়ুনঃ   হোয়াইট হাউস ট্রাম্পের

সরাইলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু সোমবার বলেছেন, চলমান যুদ্ধবিরতি প্রচেষ্টা সত্ত্বেও আগামী দিনগুলোতে সেনাবাহিনী ‘পূর্ণ শক্তি নিয়ে’ গাজায় প্রবেশ করবে।