পুঠিয়ায় রাজশাহী পূর্ব জেলা মজলিসে সুরা অধিবেশন অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার, পুঠিয়া (রাজশাহী) : খেলাফত মজলিস রাজশাহী জেলা পূর্ব সভাপতি মাও: আব্দুল হামিদের সভাপতিত্বে এবং সেক্রেটারি জয়নাল আবেদীন নান্নুর সঞ্চালনায় সুরা অধিবেশন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খেলাফত মজলিসের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মহাদ্দিস মুহাম্মদ শেখ সালাহ উদ্দিন।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক ডা. এবিএম হাসানুজ্জামান হেলাল প্রমুখ সহ খিলাফত মজলিস,যুব মজলিস, শ্রমিক মজলিস, ছাত্র মজলিসের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলবৃন্দ।

আরও পড়ুনঃ   নগরীতে শহীদদের স্মরণে মোমবাতি প্রজ্জ্বলন

অনুষ্ঠানটির শেষে, রাজশাহী জেলা মজলিসের সুরার অধিবেশনে খেলাফত মজলিস,যুব মজলিস, শ্রমিক মজলিস নতুন কমিটি গঠিত হয়। খেলাফত মজলিস জেলা পূর্ব কমিটির সভাপতি মাও: আ. হামিদ এবং সেক্রেটারি মাও: ফেরদৌস হোসাইন সিরাজী নির্বাচিত হয়।

যুব মজলিস রাজশাহী পূর্ব জেলা ১৩ সদস্য বিশিষ্ট কমিটির সভাপতি – মাওলানা মহিদুল ইসলাম এবং সেক্রেটারি – আজহারুল ইসলাম নির্বাচিত হয়। শ্রমিক মজলিস রাজশাহী জেলা পূর্ব ১৩ সদস্য বিশিষ্ট কমিটির সভাপতি মোহাম্মদ আলী এবং সেক্রেটারি মোহাম্মদ আলাউদ্দিন নির্বাচিত হয়।

আরও পড়ুনঃ   রাজশাহী বেনেতী ব্যবসায়ীদের আলোচনা সভা

কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মুহাদ্দিস শেখ মোহাম্মদ সালাহ উদ্দিন প্রধান অতিথির বক্তব্যে বলেন,দেশে পরিচালনা ব্যবস্থা কোরআন সুন্নাহ ভিত্তিক নয়, খেলাফত মজলিস সরকার গঠন করলে কুরআন সুন্নাহ ভিত্তিক দেশ পরিচালনা করা হবে।