বাগমারায় ডিসির বাইসাইকেল উপহার পেলো ৪০ দরিদ্র মেধাবী ছাত্রী

হেলাল উদ্দীন, বাগমারা : রাজশাহীর বাগমারার হতদরিদ্র পরিবারের ৪০ জন মেধাবী ছাত্রীকে বাইসাইকেল উপহার দেওয়া হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে আজ দুপুরে এসব বাইসাইকেল উপহার দেওয়া হয়। উপজেলা পরিষদের সামনে আনুষ্ঠানিক ভাবে রাজশাহীর জেলা প্রশাসক আফিয়া আখতার ছাত্রীদের হাতে একটি করে বাইসাইকেল তুলে দেন।

এ উপলক্ষে আয়োজিত বাইসাইকেলে বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মেহেদী হাসান, সরকারী কমিশনার এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রাজশাহী জেলা প্রশাসকের কার্যালয় বোরহান উদ্দিন অন্তর, উপজেলা প্রকৌশলী খলিলুর রহমান, কৃষি কর্মকর্তা আবদুর রাজ্জাক, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তরিকুল ইসলাম, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা নবী নওজেস আমিন জামায়াতের উপজেলার শাখার আমির কামরুজ্জামান, সেক্রেটারি ওহিদুল ইসলাম, বিএনপির ভবানীগঞ্জ পৌরসভার সভাপতি আবদুর রাজ্জাক প্রমুখ।

আরও পড়ুনঃ   সারদা পুলিশ একাডেমিতে কৈফিয়ত তলব করা সেই ৮ এসআইকে অব্যাহতি

সাইকেল পাওয়া ছাত্রী সুরাইয়া আখতার জানায়, প্রতিদিন বাড়ি থেকে আট কিলোমিটার দূরে বিদ্যালয়ে আসতে হয়। প্রতিদিন ৪০ টাকা ভ্যানভাড়া লাগে। এখন বাইসাইকেল পাওয়াতে আর কষ্ট করতে হবে না।

বাগমারা উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুল ইসলাম বলেন, উপজেলার ৪০ জন গরীব ও মেধাবী ছাত্রীকে খোঁজে বের করে তাদের হাতে একটি করে বাইসাইকেল উপহার দেওয়া হয়েছে। বাড়ি থেকে বিদ্যালয় দূরে হওয়ার কারণে যাতায়াতে গবীর পরিবারের ওপর বাড়তি চাপ হয়। অনেক সময় সঠিক সময়ে বিদ্যালয়ে পৌঁছতে পারে না। এতে নানা সমস্যা হয়।

আরও পড়ুনঃ   নগরীর সড়কে ফিরছে শৃঙ্খলা

তবে সরকারি ভাবে বাইসাইকেল উপহার পাওয়াতে এখন অর্থ, সময় সাশ্রয়ের পাশাপাশি মানসিক চাপও কমে যাবে।

উপজেলা প্রকৌশলী খলিলুর রহমান জানান, উপজেলার রাজস্ব তহবিল থেকে বাইসাইকেলগুলো কেনা হয়েছে। ডিসি মহোদয় উপহার দিলেন।