ছাত্রীদের সঙ্গে অশালীন আচরণ, ১৩ ছাত্রীর অভিযোগে বরখাস্ত শিক্ষক

স্টাফ রিপোর্টার : ছাত্রীদের সঙ্গে অশালীন আচরণ করার অভিযোগে রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় এক স্কুলশিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। অভিযুক্ত শিক্ষকের নাম মনিরুল ইসলাম। তিনি গোদাগাড়ীর মহিষালবাড়ি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের জীববিজ্ঞান বিষয়ের শিক্ষক।

আজ মঙ্গলবার বিদ্যালয়ের ১৩ জন ছাত্রী উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ করেন। অভিযোগে বলা হয়, ‘তিনি ছাত্রীদের সঙ্গে বিভিন্নভাবে খারাপ আচরণ, অঙ্গভঙ্গি ও অশ্লীল ভাষা ব্যবহার করেন, যা ছাত্রীদের পক্ষে সহ্য করা সম্ভব না। তিনি দীর্ঘদিন ধরেই ছাত্রীদের সঙ্গে এই আচরণ করে আসছেন।’

আরও পড়ুনঃ   সকল বুদ্ধিজীবীর মূল লক্ষ্য ছিল শোষণ, বঞ্চনা ও বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়ে তোলা : বিভাগীয় কমিশনার

অভিযোগে আরও বলা হয়, ‘ছাত্রীরা লজ্জায় ও ভয়ে কাউকে বলতে পারে না। এই আচরণটি দিনের পর দিন বেড়ে যাওয়ায় ছাত্রীরা তাদের পরিবারকে বলতে বাধ্য হয়।’ অভিযোগে ওই শিক্ষকের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য ইউএনওকে অনুরোধ করা হয়।

অভিযোগ পেয়েই অভিযুক্ত শিক্ষককে ডেকে পাঠান ইউএনও ফয়সাল আহমেদ। অভিযুক্ত শিক্ষক মনিরুল ইসলাম ইউএনওর কাছে ক্ষমা প্রার্থনা করেন। পরে তাঁকে সাময়িক বরখাস্ত করা হয়।

আরও পড়ুনঃ   রাজশাহীতে যাত্রী পিটিয়ে গার্ডসহ তিন রেলকর্মী কারাগারে

ইউএনও ফয়সাল আহমেদ বলেন, ‘অভিযুক্ত শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।’

যোগাযোগ করা হলে অভিযুক্ত শিক্ষক মনিরুল ইসলাম বলেন, ‘আমি এমন লোক না। আমার বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে। কিন্তু আমার দোষ স্বীকার করা ছাড়া উপায় ছিল না। আমি দোষ স্বীকার করে ক্ষমা চেয়েছিলাম।’