বাগমারায় শিলা বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করলেন ইউএনও, আর্থিক সহযোগিতার আশ্বাস

হেলাল উদ্দীন, বাগমারা : রাজশাহীর বাগমারায় গত বৃহস্পতিবার বিকেলে (১ মে) শিলা বৃষ্টিতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুল ইসলাম।

এ সময় তার সঙ্গে ছিলেন উপজেলা বিএনপির নেতৃবৃন্দ। বৃহস্পতিবার বিকেলে হঠাৎ করেই উপজেলার পশ্চিম বাগমারা শিলা বৃষ্টিতে ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনা ঘটে। এ সময় উপজেলার আউচপাড়া ইউনিয়নের মির্জাপুর, মুগাইপাড়া, কোন্দা, গনিপুর ইউনিয়নের জামালপুর, হাসনিপুর মাদারিগঞ্জ, মোহনগঞ্জ, কুমানীতলা সহ বিভিন্ন এলাকার উপর দিয়ে শিলা বৃষ্টি হয়।

আরও পড়ুনঃ   রাজশাহীতে কৃষকদল নেতা হত্যার ৬ বছর পর মামলা, সাবেক ইউপি সদস্য গ্রেপ্তার

শিলা বৃষ্টিতে শত শত কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছে। কৃষকদের কাঁচা, আধাপাকা বাড়ীর টিনের ছাউনি, পান বরজ, ধানক্ষেত, আম সহ বিভিন্ন ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।

শুক্রবার (২ মে ) বিকেলে ক্ষতিগ্রস্ত এলাকা সরেজমিন পরিদর্শন করেছেন বাগমারা উপজেলা নির্বাহী অফিসার মাহবুবুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন বাগমারা উপজেলা বিএনপির আহবায়ক ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান ডিএম জিয়াউর রহমান জিয়া, সদস্য সচিব অধ্যাপক কামাল হোসেন সহ এলাকার সর্বস্তরের জনগণ ।

এলাকাবাসী সূত্রে জানা গেছে,উপজেলায় শিলা বৃষ্টিতে প্রায় কয়েক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এদিকে ক্ষতিগ্রস্ত পরিবারের তালিকা প্রস্তুত করছেন উপজেলার কৃষি কর্মকর্তা। তালিকা প্রস্তুত শেষে জানা যাবে ক্ষতির পরিমাণ।

আরও পড়ুনঃ   নগরীতে পুলিশের পৃথক অভিযানে গ্রেফতার ১০ এবং মাদকদ্রব্য উদ্ধার

পরিদর্শন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুল ইসলাম বলেন, হঠাৎ বৈশাখী শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বিশেষ করে পান বরজ, ধান, আন, বাড়ির ঢেউটিন সহ অন্যান্য ফসল। তালিকা প্রস্তুত করা হচ্ছে ক্ষতিগ্রস্তদের। তারা যেন আর্থিক সহযোগিতা হয় সেটি প্রশাসন এর পক্ষ থেকে দেখা হবে।