বাগমারার সেই প্রতিবন্ধী পরিবারকে জেলা প্রশাসকের নির্দেশনায় ইউএনও’র আর্থিক সহায়তা

হেলাল উদ্দীন, বাগমারা : রাজশাহীর বাগমারায় জেলা প্রশাসকের নির্দেশনায় আর্থিক সহযোগিতা নিয়ে সেই প্রতিবন্ধী পরিবারের পাশে দাঁড়ালেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুল ইসলাম।

শুক্রবার বিকেলে উপজেলার গণিপুর ইউনিয়নের মহব্বতপুর গ্রামের আরিকুল্লাহ–রেজিয়া দম্পতির বাড়িতে যান উপজেলা নির্বাহী কর্মকর্তা। আরিকুল্লাহ–রেজিয়া দম্পতি সহ আট সদস্যের পরিবারে ছয়জনই শারীরিক প্রতিবন্ধী।

যদিও কেউই প্রতিবন্ধী হয়ে জন্মগ্রহণ করেননি। ১১-১২ বছর বয়সে এসে অসুস্থতা থেকে পঙ্গুত্ববরণ করেছেন তাঁরা। এখন বিনা চিকিৎসায় আর খাবারের সংকটে কোনোমতে দিনযাপন করছেন। তাঁদের দেখভাল করা স্বাভাবিক থাকা ছেলে রেজাউল হক এখন পর্যন্ত বিয়েশাদি করেননি। বাড়ির পাশের বাজারে চা স্টল করে কোন মতে সংসারের হাল ধরেছেন তিনি।

আরও পড়ুনঃ   চারঘাটে গরুসহ ট্রাক ফেলে পালালো চোর

ব্যবসার পরিধি বৃদ্ধির জন্যে জেলা প্রশাসকের নির্দেশনায় আর্থিক সহায়তা প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। ব্যবসা দিয়েই যেহেতু তাদের সংসার পরিচালিত হয়ে আসছে সে কারণে ব্যবসা সচল রাখতে ৩০ হাজার টাকার চেক প্রদান করা হয়েছে। এই টাকা দিয়ে দোকানের মালামাল তুলে তা বিক্রি করে সংসারে কিছুটা হলেও সহযোগিতা করতে পারবেন রেজাউল হক। এই উদ্দেশ্য নিয়েই জেলা প্রশাসকের নির্দেশনায় আর্থিক সহায়তা প্রদান করা হয়।

এর আগে পরিবারটি নিয়ে বিভিন্ন সময় গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়েছে। সংবাদ প্রকাশিত হওয়ার পর রাজনৈতিক ব্যক্তি, বিভিন্ন সংগঠন সহ সরকারি সহায়তা পেয়েছেন পরিবারটি।

এরই মধ্যে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে দুটি হুইল চেয়ারও দেয়া হয়েছে।
এ সময় উপজেলা বিএনপি’র সদস্য সচিব অধ্যাপক কামাল হোসেন সহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এর আগে ওই পরিবারকে আর্থিক সহযোগিতা ও খাদ্য সামগ্রী প্রদান করেছেন অধ্যাপক কামাল হোসেন।

আরও পড়ুনঃ   স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টার নওগাঁ ও রাজশাহী জেলা সফর

আর্থিক সহযোগিতা প্রদান শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুল ইসলাম বলেন, পরিবারটি সত্যিই অসহায়। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাদেরকে হুইল চেয়ার দেয়া হয়েছে সেই সাথে ব্যবসা পরিচালনার জন্য জেলা প্রশাসক এর নির্দেশনায় নগদ অর্থ প্রদান করা হল। ব্যবসা যদি ভালোভাবে টিকিয়ে রাখতে পারে তাহলে আবারো তাদেরকে সহযোগিতা প্রদান করা হবে। সেই সাথে সুপেয় পানির জন্য একটি সাবমারসিবল পাম্প প্রদান করা হবে।