নগরীতে ‘ট্রেন থেকে পড়ে’ শ্রমিকের মৃত্যু

স্টাফ রিপোর্টার : রাজশাহী নগরীতে রেললাইনের পাশে এক শ্রমিকের লাশ পাওয়া গেছে। তাঁর নাম হাবিবুর রহমান (৫০)। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চর বারোরশিয়া গ্রামের বাসিন্দা ছিলেন তিনি। পুলিশের ধারণা, চলন্ত ট্রেন থেকে পড়ে মৃত্যু হয়েছে ধান কাটা শ্রমিক হাবিবুরের।

রাজশাহী রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) ফয়সাল বিন আহসান জানান, বুধবার সকাল ১০টার দিকে তাঁরা খবর পান রাজশাহী নগরীর দড়িখড়বোনা রেলক্রসিং-সংলগ্ন এলাকায় একটি লাশ পড়ে আছে। খবর পেয়ে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়।

আরও পড়ুনঃ   রাসিকের রাজস্ব কর্মকর্তার ছোট বোনের ইন্তেকাল

ওসি জানান, হাবিবুর রহমানসহ তাঁর এলাকার কয়েকজন শ্রমিক খুলনায় ধান কাটতে গিয়েছিলেন। ধান কাটা শেষে তাঁরা মহানন্দা ট্রেনে চাঁপাইনবাবগঞ্জে ফিরছিলেন। অন্য শ্রমিকেরা ট্রেনে চাঁপাইনবাবগঞ্জে ফিরলেও হাবিবুর ফেরেননি। তাঁর লাশ পাওয়া গেছে রেললাইনের ধারে। ধারণা করা হচ্ছে, তিনি ট্রেন থেকে পড়ে মারা গেছেন। তবে ঘটনার কোনো প্রত্যক্ষদর্শী নেই।

আরও পড়ুনঃ   জনগণের সঙ্গে থাকুন, জনগণকে সঙ্গে রাখুন : তারেক রহমান

তিনি আরও জানান, মৃত্যুর কারণ নিশ্চিত হতে লাশের ময়নাতদন্ত করা হচ্ছে। পুলিশের তদন্তও চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে। এ ব্যাপারে থানায় অপমৃত্যুর মামলা করা হবে। তদন্ত শেষে এ ব্যাপারে আইনি পদক্ষেপ নেওয়া হবে।