তানোরে পূর্ব শত্রুতার জেরে যুবককে বেধড়ক মারপিট ও নাখ ফাটিয়ে দেয়ার অভিযোগ

সাইদ সাজু, তানোর : রাজশাহীর তানোরে পূর্ব শত্রুতার জেরে যুবককে বেধড়ক মারপিট করে নাখ ফাটিয়ে দিয়ে গুরুতর আহত করে ৫ লাক টাকা ছিনিয়ে নেয়ার অভিযোগ পাওয়া গেছে। গুরুতর আহত অবস্থায উদ্ধার ওই যুবক তানোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। রোববার সন্ধ্যায ঘটনাটি ঘটেছে তানোর উপজেলা চান্দুড়িয়া ইউপির চমপাড়া গ্রামে। সোমবার দুপুরে এঘটনায় মাসিন্দা গ্রামের আজিদ (৫৫) সহ ৬ জনকে আসামী করে তানোর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

অভিযোগ ও পুলিশ সুত্রে জানা গেছে, তানোর পৌর এলাকার মাসিন্দা গ্রামের আলতাফ হোসেনের পুত্র আহসান হাবিব রিপনের একই গ্রামের আজিদ ও তার পরিবারের সাথে দ্বন্দ চলে আসছিলো। রোববার সন্ধ্যায় রিপন তার মালিক গোদাগাড়ী ও বাগমারার ২টি পেট্রোর পাম্পের মারিক মিজানুর রহমান মিন্টুর তানোর চকপাড়াস্থ বাড়ি থেকে ৫লাক টাকা নিয়ে মোটরসাইকেল যোগে গোদাগাড়ীর উদ্দেশ্য রওয়ানা দেন। এসময় চকপাড়া থেকে বের হয়ে সরিসা কুড়ি নামক পুকুরের কাছে আসা মাত্রই উৎ পেতে থাকা আজিদ ও তার পুত্র টমাসসহ ৬/৭ জন লাঠি সোটা ও ধারারো অস্ত্র নিয়ে রিপনের উপর অতর্কিত হামলা চালিয়ে তাকে বেধড়ক ভাবে মারপিট করে নাখ ফাটিয়ে তার কাছে থাকা ৫লাক টাকা নিয়ে চলে যায়।

আরও পড়ুনঃ   আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উদযাপিত উপলক্ষে নারীদের সাইকেল র‌্যালি

পরে গ্রামবাসী রিপনকে গুরুতর আহত অজ্ঞান অবস্থায় উদ্ধার করে তানোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। এবিষয়ে পেট্রোল পাম্পের মালিক মিজানুর রহমান মিন্টু, বলেন, রিপন আমার পাম্পে কাজ করার পাশাপাশি সার্বক্ষনিক আমার সাথে থাকে। রোববার বিকালে আমিসহ রিপন আমার বাড়িতে আসি এবং ৫ লাক টাকা নিয়ে রিপনকে গোদাগাড়ী পাম্পে পাঠায় পথে রিপনকে মারপিট করে তার কাছে থাকা টাকা ছিনিয়ে নিয়েছে প্রতিপক্ষরা। গ্রামের লোকজনের কাছে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখি অজ্ঞান ও রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে রিপন। এসময় তাকে গ্রামবাসীর সহযোগিতায় তানোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তাদের মধ্যে কি নিয়ে পূর্ব শত্রুতা তা আমি জানিনা।

আরও পড়ুনঃ   হকিতে ১৫ বারের চ্যাম্পিয়ন রাজশাহী পুলিশ লাইন্স স্কুল

এব্যাপারে তানোর থানার অফিসার ইনচার্জ ওসি আফজাল হোসেন বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।