গণঅভ্যুত্থান এখনো সম্পূর্ণ হয় নাই: ফরহাদ মজহার

অনলাইন ডেস্ক : লেখক ও রাষ্ট্রচিন্তাবিদ ফরহাদ মজহার বলেছেন, গণঅভ্যুত্থান এখনো সম্পূর্ণ হয় নাই। এটা সম্পূর্ণ করতে হলে আমাদের জনসাধারণের জন্য কাজ করতে হবে।

সোমবার (২৮ এপ্রিল) বিকেলে রাজশাহী নার্সিং কলেজে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।

আরও পড়ুনঃ   ভুটানের প্রধানমন্ত্রীর সঙ্গে পরিবেশমন্ত্রীর বৈঠক

ফরহাদ মজহার বলেন, ‘যখন আমরা জনগণের পক্ষ থাকবো তখন পুলিশও আমাদের গায়ে লাঠি তুলতে পারবে না। দেশের বৃহৎ স্বার্থে আন্দোলনে এবং সংগ্রামে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।’

নার্সদের উদ্দেশ্য করে ফরহাদ মজহার বলেন, ‘আমরা এমন একটা স্বাস্থ্যব্যবস্থা প্রতিষ্ঠা করবো, যা সারা বিশ্বে নজির স্থাপন করবে। একটা ফ্যাসিস্ট শক্তিকে যেহেতু আমরা উৎখাত করতে পেরেছি তাহলে আমরা পৃথিবীর সব অপশক্তি উৎখাত করতে পারবো।-ইত্তেফাক