রাজশাহীতে জাতীয় আইনগত সহায়তা দিবস উদ্যাপনের কর্মসূচি

স্টাফ রিপোর্টার : সারাদেশের ন্যায় রাজশাহী জেলা লিগ্যাল এইড কমিটির আয়োজনে আগামী ২৮ এপ্রিল ২০২৫ সিজেএম আদালতের সম্মেলন কক্ষে ‘জাতীয় আইনগত সহায়তা দিবস’ এর তাৎপর্য শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হবে। দিবসটির এ বছরের প্রতিপাদ্য- “দ্বন্দ্বে কোনো আনন্দ নাই, আপস করো ভাই, লিগ্যাল এইড আছে পাশে, কোনো চিন্তা নাই।”

আরও পড়ুনঃ   রাজশাহী বোর্ডে জিপিএ-৫ ও পাসের হারে এগিয়ে মেয়েরা

দিবসের তাৎপর্য শীর্ষক আলোচনা সভায় সভাপতিত্ব করবেন রাজশাহী জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান এবং সিনিয়র জেলা ও দায়রা জজ গোলক চন্দ্র বিশ্বাস।

আর্থিক ভাবে অস্বচ্ছল, সহায়-সম্বলহীন এবং নানাবিধ আর্থ-সামাজিক কারণে বিচার প্রাপ্তিতে অসমর্থ জনগণের জন্য সরকারি খরচে আইনগত সহায়তা বিষয়ে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে সরকার ২৮ এপ্রিল কে ‘জাতীয় আইনগত সহায়তা দিবস’ হিসেবে ঘোষণা করে। তৎপ্রেক্ষিতে সরকার ২০১৩ সাল থেকে দিবসটিকে ‘জাতীয় আইনগত সহায়তা দিবস’ হিসেবে উদ্যাপন করে আসছে।

আরও পড়ুনঃ   রাজশাহীতে তিন দিনব্যাপী লোকনাট্য সমারোহ শুরু

দিবসটি উপলক্ষ্যে সকাল সাড়ে আটটায় জেলা ও দায়রা জজ আদালত চত্বর হতে বর্ণাঢ্য র‍্যালি ডিসি অফিস হয়ে আদালত চত্বরে এসে শেষ হবে।-খবর বিজ্ঞপ্তি