নগরীতে বিশেষ অভিযানে ২ জনসহ গ্রেপ্তার ১৪

স্টাফ রিপোর্টার : রাজশাহী নগরীতে বিশেষ অভিযানে ২ জনসহ রাজশাহী মেট্রোপলিটন পুলিশের থানা ও ডিবি পুলিশের অভিযানে মোট ১৪ জন গ্রেপ্তার হয়েছে।

গত ২৪ ঘণ্টায় নগরীর বিভিন্ন স্থানে বিশেষ অভিযান চালিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, বিস্ফোরণ ঘটানো, সন্ত্রাসী কর্মকাণ্ড ও অন্যান্য অপরাধের অভিযোগে ২ জন গ্রেপ্তার হয়েছে। এছাড়াও আরএমপির অভিযানে ১২ জন গ্রেপ্তার হয়েছে যার মধ্যে ওয়ারেন্টভুক্ত ৫ জন এবং অন্যান্য অপরাধে ৭ জন।

আরও পড়ুনঃ   রাবি ছাত্র অধিকার পরিষদের সভাপতি আকিল, সম্পাদক মোস্তফা

বিশেষ অভিযানে গ্রেপ্তারকৃত মো: আকতার আলী (৩৭) ও আরমী শাহীন ওরফে মো: ইসমাইল হোসেন (৫৫)। আকতার আলী রাজশাহী নগরীর বেলপুকুর থানার রেলগেট এলাকার আলতাফ হোসেনের ছেলে। বর্তমানে আলতাফ বোয়ালিয়া থানার শিরোইল মঠপুকুর এলাকার বাসিন্দা। সে বাংলাদেশ রেলওয়ে শ্রমিকলীগ ওপেন শাইন শাখা, রাজশাহীর সাবেক সম্পাদক। আওয়ামীলীগ কর্মী আরমী শাহীন দামকুড়া থানার গহমাবোনা এলাকার মৃত জামাল মন্ডলের ছেলে।

আরও পড়ুনঃ   দুর্গাপুরে জামায়াতের কর্মী সম্মেলনে যা বললেন নুরুজ্জামান লিটন

গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।-সংবাদ বিজ্ঞপ্তি