স্টাফ রিপোর্টার : রাজশাহী সিটি কর্পোরেশন বকেয়া হোল্ডিং ট্যাক্স, ট্রেড লাইসেন্স ও দোকান ভাড়ার উপর ১৫% সারচার্জ আগামী ৩০ এপ্রিল ২০২৫ পর্যন্ত মওকুফ করা হয়েছে। বৃহস্পতিবার রাসিকের প্রধান রাজস্ব কর্মকর্তা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, “সম্মানিত নগরবাসীকে জানানো যাচ্ছে যে, আগামী ৩০শে এপ্রিল-২০২৫ইং তারিখ পর্যন্ত রাজশাহী সিটি কর্পোরেশনের বকেয়া হোল্ডিং ট্যাক্স, ট্রেড লাইসেন্স ও দোকান ভাড়ার উপর ১৫% সারচার্জ মওকুফ করা হয়েছে। প্রতিটি ওয়ার্ড কার্যালয়ে পৌরকর আদায় ক্যাম্প স্থাপন করা হয়েছে। উক্ত আদায় ক্যাম্পে সারচার্জ মওকুফসহ বিধি মোতাবেক রিবেট প্রদান করা হবে। এছাড়াও ট্রেড লাইসেন্স ফি ও দোকান ভাড়া প্রদান পূর্বক সারচার্জ ও বিধি মোতাবেক সকল সুবিধা গ্রহণের জন্য অনুরোধ করা হলো।”-খবর বিজ্ঞপ্তি