মাত্র ১৫ মাসের শিশু কুনজরে : পুঠিয়ায় অভিযুক্ত বৃদ্ধ গ্রেপ্তার

এস এম আব্দুর রহমান,পুঠিয়া : ১৫ বছর নয়, মাত্র ১৫ মাসের শিশুও রক্ষা পেলো না আব্দুর রশিদ (৫৫) নামে এই ব্যাক্তির কুৎসিত কুনজর থেকে। শিশুকে ধর্ষণ চেষ্টায় ৫৫ বছরের আব্দুর রশিদকে এলাকাবাসী হাতেনাতে আটক করে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছেন। সোমবার(১৭ মার্চ) বিকাল সাড়ে তিনটার দিকে রাজশাহীর পুঠিয়া উপজেলার জিউপাড়া ইউনিয়নের মধুখালী গ্রামে এ ঘটনা ঘটে। আব্দুর রশিদ মধুখালি গ্রামের সইমুদ্দিনের ছেলে। এঘটনায় পুঠিয়া থানায় ধর্ষণ চেষ্টার অভিযোগে মামলা হয়েছে।

আরও পড়ুনঃ   সোনামসজিদ স্থলবন্দরে ৮ কোটি টাকার অলংকার জব্দ, আটক ১

স্থানীয়রা জানান, সোমবার দুপুর ১টার দিকে অভিযুক্ত রশিদ তার প্রতিবেশীর শিশু কন্যাকে গোপনে তার ফাঁকা বাড়িতে নিয়ে শরীরের জামা খুলে ধর্ষণ চেষ্টা করে। এসময় শিশুটি কান্না শুরু করলে স্থানীয়রা গিয়ে বিবস্ত্র অবস্থায় রশিদকে দেখতে পায়। পরে তারা শিশুটিকে উদ্ধার করে রশিদকে গনধোলাই দেন। এসময় পুলিশ গিয়ে রশিদকে আটক করে থানায় নিয়ে আসে।

আরও পড়ুনঃ   বাউবি রাজশাহী আঞ্চলিক কেন্দ্রে Central Controlled Signage Display বোর্ড স্থাপন

এ ব্যাপারে পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন জানান, শিশুটির বাবা বাদী হয়ে থানায় ধর্ষণ চেষ্টার মামলা করেছেন। অভিযুক্তকে পুলিশ গ্রেপ্তার করেছে।