ফের স্বর্ণের দামে রেকর্ড

অনলাইন ডেস্ক : দুই দিনের ব্যবধানে দেশের বাজারে ফের স্বর্ণের দাম বেড়েছে। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ১ হাজার ৪৭০ টাকা বাড়িয়ে ১ লাখ ৫৪ হাজার ৯৪৫ টাকা নির্ধারণ করা হয়েছে। দেশের ইতিহাসে এটি স্বর্ণের সর্বোচ্চ দাম।

মঙ্গলবার বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমানের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বুধবার থেকে নতুন এ দাম কার্যকর হবে।

আরও পড়ুনঃ   এস আলমের ৬ ব্যাংকের ঋণ বিতরণ বন্ধ

বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য বেড়েছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

নতুন মূল্য অনুযায়ী, ২১ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম এক হাজার ৪০০ টাকা বাড়িয়ে এক লাখ ৪৭ হাজার ৯০০ টাকা নির্ধারণ করা হয়েছে।
এ ছাড়া ১৮ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম এক হাজার ২০১ টাকা বাড়িয়ে এক লাখ ২৬ হাজার ৭৭৬ টাকা নির্ধারণ করা হয়েছে। আর সনাতন পদ্ধতির এক ভরি স্বর্ণের দাম এক হাজার ২৭ টাকা বাড়িয়ে এক লাখ ৪ হাজার ৪৯৮ টাকা নির্ধারণ করা হয়েছে।

আরও পড়ুনঃ   এস আলম পরিবারের ৯১ ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের সব হিসাব তলব

এর আগে ১৬ মার্চ স্বর্ণের দাম বাড়ানো হয়। যা পরদিন থেকে কার্যকর হয়। সে সময় ভালোমানের এক ভরি সোনার দাম ২ হাজার ৬১৩ টাকা বাড়ানো হয়। দুই দিনের মাথায় এখন আবার দাম বাড়ানো হলো। এতে দু’দফায় ভালোমানের এক ভরি স্বর্ণের দাম বাড়ল ৪ হাজার ৮৩ টাকা।