স্টাফ রিপোর্টার : রাজশাহীতে তাঁতি দলের ইফতার কে কেন্দ্র করে দুই পক্ষের তর্ক বিতর্ক হয়। ১৭ মার্চ সোমবার বিকেলে ল্যাবরেটরি স্কুল মাঠে তাতি দলের ইফতার মাহফিলের আয়োজন করা হয়। ইফতার পরে তর্ক বিতর্কের সৃষ্টি হয়।
পরবর্তীতে আনুমানিক রাত দশটার সময় সিএন্ডবি মনিবাজারে দুই গ্রুপের সংঘর্ষ ও গোলাগুলি হয়।
এক গ্রুপ অন্য এক গ্রুপের সদস্য নিশাত রহমান পাপ্পু, তাকে রাজশাহী কারাগারের প্রাচীর সংলগ্ন এলাকায় চাপাতি দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়। এসময় স্থানীয়রা পাপ্পুকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।
আহত নিশাত রহমান পাপ্পু বর্তমানে রাজশাহী মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
ঘটনাস্থলে রাজপাড়া থানা পুলিশ উপস্থিত হয়ে ঘটনাস্থল থেকে একটি চাপাতি ও একটি দেশীয় হাসুয়া উদ্ধার করে।
গুরুতর আহত পাপ্পু রাজশাহী নগরীর কাশিয়াডাঙ্গা থানা তাতী দলের সাধারণ সম্পাদক।