৬০ বছরে প্রেম করছেন আমির, অবিবাহিত সালমানকে খোঁচা!

অনলাইন ডেস্ক : জন্মের ষাট বছর পূর্তিতে প্রেমিকা গৌরীকে প্রকাশ্যে এনেছেন বলিউডের মি. পারফেকশনিস্ট আমির খান। এরপর থেকেই মিডিয়ায় নানান প্রশ্নের মুখোমুখি নায়ক। এবার অনুরাগীদের প্রশ্ন, শাহরুখ কিংবা আমিরেরও তো একজন গৌরী আছে, সালমানের গৌরী কে তাহলে?

মজার ছলে হলেও সম্প্রতি এমন প্রশ্ন ছোড়া হয় আমির খানকে! প্রশ্নটি ঠিক ছিল, ‘তাহলে কি এবার সালমানেরও তার গৌরীকে খুঁজে নেওয়া উচিত?’ উত্তরটি মজার ছলেই দেন আমির। বোঝাতে চাইলেন, সালমানকে দিয়ে আর প্রেম-বিয়ে সম্ভব না! খোঁচা দিয়ে বলেন, ‘সালমান কী খুঁজবে আর’?

আরও পড়ুনঃ   চাকরি হারালেন জ্যোতিকা জ্যোতি

আমিরকে আবার প্রশ্ন করা হয়, ‘সালমান কি তার এবং শাহরুখের কাছ থেকে প্রেম সংক্রান্ত কোনো পরামর্শ নেন?’ উত্তরে আবার আমির বলেন, ‘সালমান নিশ্চয়ই সেটাই করবে, যেটা ওর জন্য ঠিক হবে।’

প্রসঙ্গত, গত বৃহস্পতিবারই প্রকাশ্যে এসেছে আমির এবং তার পার্টনার গৌরী স্প্র্যাটের সম্পর্কের কথা। পঁচিশ বছরের বন্ধুত্ব এবং তারপরে দু’বছরের সাময়িক ‘বিচ্ছেদ’-এর পর একসঙ্গে পথ চলার সিদ্ধান্ত নেন তারা।

আরও পড়ুনঃ   জিমে অপু বিশ্বাস, সিনেমায় ফিরছেন কি?

আমির বলেন, ‘আমি এমন একজনের কথাই ভাবছিলাম যার সঙ্গে নিজের মধ্যে সেই শান্তিটা অনুভব করতে পারব, যে আমাকে একটা শান্তি দেবে। আমি ওকে যতটা পেরেছি বোঝানোর চেষ্টা করেছি যে মিডিয়ার সামনে আসাটা কেমন হতে পারে। ও এইসবের সঙ্গে একদমই অভ্যস্ত নয়। কিন্তু আশা করছি যে আপনারা সেটা বুঝবেন।’