বাঘায় অপরাধ দমনের সিদ্ধান্ত আইন-শৃঙ্খলা কমিটির সভায়

মোহাঃ আসলাম আলী, বাঘা : বাঘায় উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভায় দ্রব্যমূল্য,অবৈধ পুকুর খনন, বাল্যবিয়ে,যানজট,মাদক,ইমু হ্যাকার,চাঁদাবাজি, মিলের মিটার চুরি, অগ্নিকান্ড ও সরকারি সম্পত্তি দখলের বিষয়সহ বিভিন্ন বিষয়ে প্রতিকার, প্রতিরোধে আলোকপাত করা হয়। আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আসন্ন ঈদুল ফিতরের ঈদ উদযাপনে জনসাধারনের নিরাপত্তা নিশ্চিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের সিদ্ধান্ত হয়।

সোমবার (১৭ মার্চ) সকাল সাড়ে ১০ টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার শাম্মী আক্তারের সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয় ।

আরও পড়ুনঃ   নগরীতে পুলিশের অভিযানে গ্রেফতার ১৪ ও মাদকদ্রব্য উদ্ধার

এ সময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি), সাবিহা সুলতানা ডলি, অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) জাহাঙ্গীর আলম,উপজেলা শিক্ষা অফিসার মীর মাহমুদুর রহমান, প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের অফিসার মনছুর রহমান, মহিলা বিষয়ক অফিসার নাসরিন আকতার, একাডেমিক সুপারভাইজার মাহমুদুর রহমান, সহকারি প্রধান শিক্ষক বাবুল ইসলাম, বিজিবি- আলাইপুর ক্যাম্পের কোম্পানী কমান্ডার হাবিবুর রহমান, সহকারি পুলিশ পরিদর্শক সেতাবুর রহমান, সিভিল ডিফেন্স ও ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ মিজানুর রহমান, বাঘা জাদুঘরের সহকারি কাস্টোডিয়ান দবির উদ্দিন,সাংবাদিক আব্দুল লতিফ মিঞা প্রমুখ। পরে স্বাধীনতা ও জাতীয় দিবসের প্রস্তুতি সভা এবং ঈদুল ফিতরের ঈদ উদযাপন উপলক্ষে পৃথক সভা অনুষ্ঠিত হয়।

আরও পড়ুনঃ   দুর্গাপুরে ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা