যুদ্ধবিরতির মধ্যেই গাজায় হামলা ইসরায়েলের, ২ দিনে নিহত ৮

অনলাইন ডেস্ক : চলমান যুদ্ধবিরতির মধ্যেই গাজায় ফের হামলা শুরু করেছে ইসরায়েলি বাহিনী। গত দু’দিনে ইসরায়েলি হামলায় গাজায় নিহত হয়েছেন এক নারীসহ মোট ৮ জন।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা জানিয়েছে, শনিবার সকালে গাজা উপত্যকার প্রধান শহর গাজা সিটিতে ড্রোন হামলা হয়েছে এবং এতে নিহত হয়েছেন ৪ জন ফিলিস্তিনি। এছাড়া একই সময় গাজার উপকূলীয় এলাকায় ইসরায়েলের নৌবাহিনীর গুলিতে নিহত হয়েছেন একজন ফিলিস্তিনি মৎসজীবী।

আগের দিন বৃহস্পতিবার গাজার দক্ষিণাঞ্চলীয় শহর রাফার আবাসিক এলাকায় গোলা বর্ষণ করেছিল ইসরায়েলি বাহিনী। সেই হামলায় এক নারীসহ নিহত হয়েছিলেন ৩ জন। বৃহস্পতি ও শুক্রবারের হামলার একাধিক প্রত্যক্ষদর্শী তুরস্কের সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সিকে জানিয়েছেন, গত কয়েক দিন ধেরেই রাফা, গাজা সিটিসহ বিভিন্ন শহরে হামলা করছে ইসরায়েলি সেনারা।

আরও পড়ুনঃ   নেতানিয়াহুকে যুদ্ধবিরতির চুক্তি চূড়ান্ত করতে বললেন বাইডেন

২০২৩ সালের ৭ অক্টোবর গাজা উপত্যকা নিয়ন্ত্রণকারী গোষ্ঠী হামাসের যোদ্ধারা সীমান্তে অতর্কিত হামলা চালিয়ে ইসরায়েলের ভূখণ্ডে ঢুকে ১ হাজার ২০০ জনকে হত্যা করে, সেই সঙ্গে জিম্মি হিসেবে গাজায় ধরে নিয়ে যায় ২৫১ জনকে।

অতর্কিত এই হামলার জবাব দিতে এবং আটক জিম্মিদের উদ্ধারে সেদিন থেকেই গাজায় অভিযান শুরু করে ইসরায়েলি। ১৫ মাস ধরে চলা ভয়াবহ সেই অভিযানে গাজায় এ পর্যন্ত নিহত হয়েছেন ৪৮ হাজার ৫০০ জনেরও বেশি ফিলিস্তিনি এবং রীতিমতো ধ্বংসস্তূপে পরিণত হয়েছে গাজা। নিহতদের অধিকাংশই নারী ও শিশু।

আরও পড়ুনঃ   রোহিঙ্গা সংকট সমাধানে সমন্বিত প্রচেষ্টা নিন : জাতিসংঘে চার বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী

তিন মধ্যস্থতাকরী দেশ যুক্তরাষ্ট্র, মিসর এবং কাতারের ব্যাপক প্রচেষ্টায় গত ১৯ জানুয়ারি থেকে যুদ্ধবিরতি শুরু হয় গাজায়। এখনও সেই বিরতি চলছে; তবে উপত্যকার স্থানীয় প্রশাসন জানিয়েছে প্রায় প্রতিদিনই যুদ্ধবিরতির শর্ত লঙ্ঘন করছে ইসরায়েল।

সেই সঙ্গে ঘটছে নিহতের ঘটনাও। ফিলিস্তিনের অপর অংশ পশ্চিম তীরে ক্ষমতাসীন ফিলিস্তিনি কর্তৃপক্ষের কর্মকর্তারা বলেছেন , ১৯ জানুয়ারি যুদ্ধবিরতির পর গত প্রায় দু’মাসে গাজায় নিহত হয়েছেন অন্তত ১৪০ জন ফিলিস্তিনি।