ইমরানের পক্ষে বার্তা দেওয়াসহ ৩ ঘটনায় ৮ পাকিস্তানি তারকার জরিমানা

অনলাইন ডেস্ক : মাঠের খেলায় এমনিতেই ছন্নছাড়া পাকিস্তান ক্রিকেট। তার ওপর মাঠের বাইরের ইস্যু টেনেও ক্রিকেটাররা শাস্তির মুখে পড়ছেন। রাজনৈতিক মামলায় কারাভোগ করছেন পাকিস্তানের কিংবদন্তি অধিনায়ক ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। তার পক্ষে বার্তা দেওয়াসহ ভিন্ন তিন ঘটনায় ৮ পাকিস্তানি ক্রিকেটারকে জরিমানা করা হয়েছে। এর মধ্যে সর্বোচ্চ ১৪ লাখ (সাড়ে ৫ লাখ টাকার বেশি) পাকিস্তানি রুপি জরিমানা হয়েছে পেস অলরাউন্ডার আমের জামালের।

এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম জিও নিউজ। সেখানে বলা হয়েছে, গত অক্টোবরে ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলেছিল পাকিস্তান। প্রথম টেস্টে অলরাউন্ডার আমের জামালের হ্যাটের ভেতরের অংশে ‘৮০৪’ সংখ্যাটি লেখা ছিল। পরবর্তীতে ওই হ্যাট মাথায় তিনি একটি সাক্ষাৎকার দেওয়ার সময় নম্বরটি সবার নজরে আসে। যদিও জিও নিউজের প্রতিবেদনে এর অন্তর্নিহিত ব্যাখ্যা উল্লেখ করা হয়নি। এ ছাড়া টিম হোটেলে দেরিতে পৌঁছানোয় ৩ জন এবং দলের কারফিউ ভাঙার দায়ে ৪ জনকে জরিমানা করেছে পিসিবি।

আরও পড়ুনঃ   ভিসা হওয়ায় আজই কুয়েত যাচ্ছে বাংলাদেশ দল

আরেক সংবাদমাধ্যম সামা টিভি জানিয়েছে, ইংল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে এবং দক্ষিণ আফ্রিকায় অ্যাওয়ে সিরিজ চলাকালে আচরণবিধি লঙ্ঘন করায় আটজনকে মোট ৩৩ কোটি পাকিস্তানি রুপি (১৪ লাখ টাকার বেশি) জরিমানা করেছে পিসিবি। এর মধ্যে আমের জামালকে ১৪ লাখ রুপি জরিমানা করা হয়েছে হ্যাটে ‘৮০৪’ সংখ্যাটি লেখার কারণে। এটি মূলত কারাবন্দী ইমরান খানের কয়েদি নম্বর। সেই সংখ্যাটি দিয়ে তিনি ইমরান খানের প্রতি সমর্থন জানিয়েছেন।

সাবেক প্রধানমন্ত্রী ইমরান কারাগারে আছেন ২০২৩ সালের মে মাস থেকে। পরবর্তীতে চলতি বছরের জানুয়ারিতে তাকে একটি দুর্নীতি মামলায় ১৪ বছরের সাজা দেওয়া হয়। এর বাইরেও তার নামে রয়েছে অসংখ্য মামলা। এদিকে, ইমরানের কয়েদি নম্বরটি তার রাজনৈতিক দল পিটিআই কিংবা সমর্থকদের কাছে বেশ জনপ্রিয়। ফলে তারা ‘৮০৪’ নম্বরটি নিজেদের গান, ভিডিও, পোশাক-পরিচ্ছদসহ বিভিন্ন জায়গায় ব্যবহার করে থাকেন।

আরও পড়ুনঃ   ম্যাচসেরা হয়ে যা বললেন অধিনায়ক জ্যোতি

বিভিন্ন ঘটনায় জরিমানা করার বিষয়টি অবশ্য আনুষ্ঠানিকভাবে জানায়নি পিসিবি। দেশটির সংবাদমাধ্যম এমন সময়ে খবরটি সামনে এনেছে যখন পাকিস্তান চ্যাম্পিয়ন্স ট্রফিতে ব্যর্থতার কারণে সমালোচিত এবং এরপর বর্তমানে নিউজিল্যান্ডের বিপক্ষে দুই ফরম্যাটের সিরিজ খেলতে গিয়েছে। যদিও ক্রিকেটারদের সম্মানের কথা উল্লেখ করে এসব বিষয় সামনে আনে না বলে জিও নিউজকে জানিয়েছে পিসিবি। নিয়মশৃঙ্খলা জনিত বিষয় তারা অভ্যন্তরীণ পরিসরেই রেখে সমাধানে পৌঁছাতে চায়।

সংবাদমাধ্যমটি বলছে, গত বছরের নভেম্বরে অস্ট্রেলিয়ায় জাতীয় দলের সফরে টিম হোটেলে দেরিতে ফেরায় ৪ ক্রিকেটারকে ৫ লাখ পাকিস্তানি রুপি করে জরিমানা করা হয়েছে। তাদের নাম প্রকাশ করা হয়নি ওই প্রতিবেদনে। এ ছাড়া দক্ষিণ আফ্রিকা সফরে দলীয় কারফিউ কিংবা বাইরে অবস্থান না করার নীতি লঙ্ঘন করে জরিমানার মুখে পড়েছেন সালমান আলি আগা, সাইম আইয়ুব, আব্দুল্লাহ শফিক ও আব্বাস আফ্রিদি। সেই সালমানের নেতৃত্বেই পাকিস্তান কিউইদের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলতে গেছে।