‘মাহমুদউল্লাহর ক্যারিয়ার সহজ ছিল না’, মনে করেন ফাহিম

অনলাইন ডেস্ক : চ্যাম্পিয়ন্স ট্রফিতে ব্যর্থতার পর আন্তর্জাতিক ওয়ানডে ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছিলেন মুশফিকুর রহিম। তার পথেই হেঁটেছেন আরেক অভিজ্ঞ ব্যাটার মাহমুদউল্লাহ রিয়াদও। তিনি আগেই টেস্ট ও আন্তর্জাতিক টি-টোয়েন্টি ফরম্যাটকে বিদায় বলেছিলেন। গত বুধবার ওয়ানডে থেকেও অবসর নিলেন ৩৯ বছর বয়সী এই অলরাউন্ডার। সে প্রসঙ্গ উঠতেই রিয়াদের ক্যারিয়ার সহজ ছিল না বলে মন্তব্য করেছেন বিসিবি পরিচালক নাজমুল আবেদিন ফাহিম।

নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে আন্তর্জাতিক ক্রিকেট ছাড়ার ঘোষণা দিয়েছিলেন রিয়াদ। এর দুইদিন পর আজ (শুক্রবার) এক অনুষ্ঠান শেষে গণমাধ্যমের মুখোমুখি হন বিসিবি পরিচালক নাজমুল আবেদিন ফাহিম। ক্রিকেট পরিচালনা বিভাগের এই পরিচালক জানালেন, ‘মাহমুদউল্লাহ রিয়াদ ঠিক সাকিব-তামিম-মুশফিকের ক্যারিয়ার যেমন ছিল, যতটা সহজ ছিল, ততটা সহজ ওর জন্য ছিল না। কিন্তু ওকে অনেক পরিশ্রম করে জাতীয় দলে আসতে হয়েছে।’

আরও পড়ুনঃ   মিরপুরে ফের সাকিব ভক্তদের আন্দোলন, ধাওয়া-পাল্টা ধাওয়া

এমনকি মাহমুদউল্লাহ মিডিয়া ও ক্রিকেট ভক্ত থেকে শুরু কোথাও সেভাবে গুরুত্ব পাননি বলেও মনে করেন ফাহিম, ‘এই জায়গাটা তার নিজে থেকেই তৈরি করতে হয়েছে, তারপরও কি করেছে দেখেছেন সবাই। কখনও ওর ওপর ফোকাসটা কিন্তু সেভাবে আমরা দেখিনি। মিডিয়া বলেন বা সাধারণ কেই তার ওপর মনোযোগটা দেখা যায়নি। তবুও সে কিন্তু নিজের মত করে চেষ্টা করেছে। জাতীয় দলকে এত লম্বা সময় ধরে সার্ভিস দিয়েছে। একটা সময় এসেছিল সে একটা স্বীকৃতি পেয়েছে ফিনিশার হিসেবে। সবমিলিয়ে তার দারুণ ক্যারিয়ারই বলব।’

আরও পড়ুনঃ   যে কারণে বাংলাদেশে মুগ্ধ অস্ট্রেলিয়া অধিনায়ক

মাহমুদউল্লাহ’র বদলি ক্রিকেটার ও প্রতিভা বিসিবির কাছে আছে উল্লেখ করে তিনি বলেন, ‘রিপ্লেসমেন্ট হিসেবে ওদের আমরা যতটুকু দেখছি, তাতে মনে হচ্ছে ওরা হয়তো করতে পারবে। আবার একটু সময়ও লাগতে পারে। কিন্তু আমার মনে হয় নতুন যে প্রজন্ম উঠে আসছে, সেখানে যথেষ্ট প্রতিভা আছে। যোগ্য হিসেবে তারা দলে সুযোগ পাবে। এখন উচিৎ নতুনদের সুযোগ দেওয়া। যদি তাদের বিশ্বাস প্রতিষ্ঠিত করতে পারি, তারা যোগ্য। আমরা সবাই যদি মনে করি তারা যোগ্য না, যারা চলে যাচ্ছে তাদের চেয়ে খারাপ। তাদের মতো খেলোয়াড় হওয়ার সম্ভাবনা নেই। আমার মনে হয় না নতুন খেলোয়াড় উঠে আসবে। আমাদেরও তাদের বিশ্বাস করাতে হবে তারা যোগ্য।’